ধুলিয়াখাল ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সহায়তা প্রদান। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 14 July 2020
আজকের সর্বশেষ সবখবর

ধুলিয়াখাল ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সহায়তা প্রদান।

Link Copied!

ছবি: ধুলাই মিয়ার মায়ের হাতে অনুদান তুলে দিচ্ছেন বাজার কমিটি

 




মোঃ খায়রুল ইসলাম সাব্বির, হবিগঞ্জ সদর : মহামারী করোনা ভাইরাস আসার পর থেকেই একে পর এক দৃষ্টান্তমূল কাজ করে আসছে হবিগঞ্জ ধুলিয়াখাল ব্যবসায়ী কল্যান সমিতি।

হবিগঞ্জ সদর ধুলিয়াখাল বাজারের পরিচিত মুখ, বাজারে রাত্রি প্রহরি মোঃ ধুলাই মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ৫ দিন আগে মৃত্যুবরণ করেন, এই কঠিন সময়ে একটি অসহায় পরিবার এর পাশে দাড়িয়েছে ধুলিয়াখাল বাজার কমিটি, এসময় ধুলাই মিয়ার মায়ের হাতে নগদ ১৫,০০০ (পনেরো) হাজার টাকা তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সকল সদস্যদের উপস্থিতিতে এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এই সময়, উপস্থিত ছিলেন ধুলিয়াখাল বাজার কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রুপক খান, এবং অর্থ সম্পাদক মকসুদ মিয়া, হারুন মিয়া, দুলাল মিয়া ও সোহান, শামীম সহ অনান্য সদস্য বৃন্দরা।

ধুলিয়াখাল ব্যবসায়ী কল্যান এর সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান জানান, আমরা বাজার কমিটির পক্ষ থেকে ধুলাই মিয়ার পরিবার কে যতটুকু সম্ভব তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিব। এবং বিভিন্ন ধরনের অনুদান দেওয়ার চেষ্টা করবো।