ধীর গতিতে চলছে শহরের প্রধান সড়কের সংস্কার কাজ : যত ভোগান্তি সব ১ কিলোমিটারে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 23 August 2021
আজকের সর্বশেষ সবখবর

ধীর গতিতে চলছে শহরের প্রধান সড়কের সংস্কার কাজ : যত ভোগান্তি সব ১ কিলোমিটারে

Link Copied!

খা্য়রুল ইসলাম সাব্বির :  হবিগঞ্জ শহরের প্রধান সড়ক নির্মাণের জন্য  প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শহরের কের্ট মসজিদের সম্মুখ রাস্তা থেকে চৌধুরী বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজ চলছে ধীরগতিতে করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সড়ক নির্মাণে ধীরগতির কারণে সড়কগুলো বেহাল অবস্থায় পড়ে আছে। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কবে শেষ হবে শহরের প্রধান সড়ক নির্মাণ কাজ তা জানা নেই করো।

হবিগঞ্জ শহরে ব্যস্ততম রাস্তার অবস্থাই বেহাল। বেহাল রাস্তা দিয়ে চলাচলে সাধারণ মানুষকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হচ্ছিল। তাই শহরের প্রধান সড়ক  নির্মাণের দাবি ছিল শহরবাসীর । দীর্ঘ প্রতীক্ষার পর হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের চেষ্টায় হবিগঞ্জ জেলা সড়ক বিভাগের অধীনে বরাদ্দ আসে ১০ কোটি টাকা কাজ শেষ হওয়ার কথা ছিল ২১ সালের জানুয়ারি মাসে এখন চলছে আগষ্ট মাস,কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার সত্ত্বেও লকডাউন সহ বিভিন্ন অজুহাতে গড়িমসি করে ঠিকাদার প্রতিষ্টান, দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে শুরু হয় প্রধান রাস্তা কাজ। কাজের নেই কোন অগ্রগতি কচ্ছপ গতিতে চলছে বলা যায়।

ছবি : শহরের খাঁজা গার্ডেন সিটির সামনের অংশ বেহাল অবস্থায় পড়ে রয়েছে

সিডিউল অনুযায়ী টেন্ডার এর মাধ্যমে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান (হাসন টেকনো বিল্ডার্স – জন্মভূমি- অহিদুজ্জামান চৌধুরী জেবি) কোর্ট মসজিদ সম্মুখ থেকে চৌধুরী বাজার ব্রিজ পর্যন্ত ১ দশমিক ৯ কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাই এর জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা। আরসিসি ঢালাইর পুরু হবে প্রায় ৩৩০এম এম বা ১ফুট ১ইঞ্চি। ২০২০- ২০২১ অর্থ বছরে  পিএমপি(প্রিয়ডিক মেনটেন্যান্স প্রোগ্রামের (সড়ক মেজর) আওতায়  সিলেট সড়ক জোনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ১শ ৯ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রকল্পগুলোর মধ্যে হবিগঞ্জ শহরে প্রধান সড়ককে আরসিসি সড়কে অন্তর্ভূক্ত করা হয়েছে।

শহরের প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, জনগণের চলাচলের অনুপযোগী বরাদ্দের পরেও কাজ শুরু হয়নি মর্মে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় (১৭ মে) একটি সংবাদ প্রকাশ হয়, সংবাদ প্রকাশের পরেই (২৩ মে) ভোর রাত থেকে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। জনগণের সুবিধার কথা মাথায় রেখে দুই লেনে বিভক্ত করে কোর্ট মসজিদ এরিয়া থেকে শুরু হয় রাস্তা ঢালাই কাজ কয়েকদিন চলছিল খরগোশ গতিতে কিন্তু অজ্ঞাত করণে শহরের প্রান কেন্দ্র সাইফুল রহমান টাউন হলের সামনে এসেই বন্ধ হয়ে যায় রাস্তা নির্মাণের কাজ। এদিক ছোট, বড়, মাঝারি গর্তে বড়পুর কোর্ট মসজিদ এর সামন হইতে চৌধুরী বাজার পর্যন্ত, প্রায় সময় ঘটছে ছোট কাটো দূর্ঘটনা।

শহরের একজন বাসিন্দা  জানান, ছোট-বড় গর্তের কারণে রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল। দীর্ঘ সময় পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি এখানও নির্মাণ কাজ শেষ করতে পারেনি। দীর্ঘদিন পার হয়ে গেলেও তাদের গাফিলতির কারণে নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা সড়ক বিভাগের নীর্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল দৈনিক আমার হবিগঞ্জকে জানান, আমি গতকাল নতুন জয়েন করেছি।  আমি আজ রাস্তা দখে এসেছি, আমি খোঁজ খবর নিচ্ছি এবং  চেষ্টা করছি রাস্তার কাজ  দ্রুত সময়ের মধ্যে শেষ করার।