হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবকাই এলাকার ডোবা থেকে নবজাতক উদ্ধারের পর ধর্ষণের অভিযোগে প্রেমিক আচার বিক্রেতা আরমান (২৫)কে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে শায়েস্তাগঞ্জ পুলিশ।
তবে এ ঘটনায় অজ্ঞাত কারন বশত ছেড়ে দেয়া হয়েছে নবজাতকে ডোবায় ফেলে দেয়া মা-মেয়েকে। এদিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ বলেছে, নবজাতক হত্যার মত কোন ঘটনা ঘটেনি। ভুক্তভোগী নারী আদালতে ২২ ধারা জবানবন্দী প্রদান করেছেন। যাই ঘটেছে তাও প্রেমিক আরমানের পরামর্শে হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ সম্পর্কের আলামত নষ্ট করতে গত ২০ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আব্দাবকাই এলাকার ডোবাতে নবজাতক সন্তানকে ছুড়ে ফেলে হত্যা করে জনৈক নারী ও তার মেয়ে।
তাৎক্ষনিক এ ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে ৯৯৯ কল দেয়ার পর নবজাতকসহ মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনার পর ধর্ষনের অভিযোগে গত মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার উদয়ন আবাসিক এলাকা থেকে অভিযুক্ত প্রেমিক আরমান (২৫)কে গ্রেফতার করে পুলিশ।
এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে সে কলেজ ছাত্রীর সাথে প্রেম ও তাকে ধর্ষণের কথা স্বীকার করে। সে বানিয়াচং উপজেলার আমীর খানি গ্রামের শামীম লস্করের পুত্র।
নবজাতক হত্যার বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সদস্য মোল্লা আবু নইম শিবলী জানান, বিষয়টি সরাসরি হত্যাকান্ড। এ ঘটনায় তিনি (ভুক্তভোগী নারী) ভুমিষ্ঠ সন্তানের পিতৃ পরিচয়ের দাবী অথবা সরাসরি ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করে ন্যায় বিচার পেতেন।
এদিকে, নবজাতক হত্যার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে সমালোচনার ঝড় বইতে থাকে। মোঃ আলমগীর নামে এক ব্যক্তি তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে লেখেন, ‘মানুষ এত পাষাণ হতে পারে,আজ অনুমানিক ১১:২০ মিনিটে আব্দাবকাই চৌমুহনী টু মিরপুর রোড একটি ব্রিজ সমানে এক অমানুষিক নির্যাতন হয়ছে।
এক নবজাতক শিশু বাচ্চা,কে নিজের -মা- তাকে ব্রিজ থেকে খালের পানির মধ্যে বাচ্চাকে ফেলে দেয়. মায়ের নাম মোছাঃ রুমা আক্তার (২৪) এবং এলাকার লোকজন দেখে পেলে, এই বাচ্চা, কে পানি থেকে উঠানো হয়,এবং দুই মহিলা, কে আটক করা হয়, এবং সাথে সাথে বাচ্চা, কে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালে, র ডাক্তার বলছে, বাচ্চা ঘটনা স্থলে মারা যায়। সদর হাসপাতাল থেকে ঐ দুই মহিলা, কে হবিগঞ্জ সদর থানায় নেওয়া হয়’।