ধর্ষকদের বিরুদ্ধে কি আইনের শাসন হারিয়ে গেছে? " - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 14 June 2020

ধর্ষকদের বিরুদ্ধে কি আইনের শাসন হারিয়ে গেছে? “

Link Copied!

জাবেদুর রহমানঃ বর্তমান সময়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে অন্য দেশেগুলোর সাথে যেভাবে পরিচিতি লাভ করছে। ঠিক একইভাবে ধর্ষণের জন্যও পরিচিতি লাভ করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভালো জিনিস যেমন দেশের সম্মান বয়ে আনে। তেমনিভাবে কিছু খারাপ জিনিস দেশের জন্য অসম্মান বয়ে আনে।

ধর্ষণ এমন একটি খারাপ শব্দ যা শুনা কিংবা পত্রিকা দেখা মাত্রই তৈরি করে নতুন চিত্র বা নতুন ঘটনা যা বাঙ্গালীর হৃদয়ে কম্পিত করে। শুধু কম্পিত করে না, ভেঙে চুরমার করে দেয় সুন্দর একটি পরিবারের হাসিমাখা দৃশ্য। যে দৃশ্যে ছিলো একসাথে কাটানো কিছু আনন্দময় মুহুর্ত, যা এখন সারাজীবনের জন্য পরিবারকে স্মরণ করিয়ে দিবে। যে দৃশ্যে ছিলো রঙিন কিছু ছবি, যা এখন পরিবারকে সারাক্ষণ কাঁদাবে। যে দৃশ্যে ছিলো ঘরের বাতি যা এখন সর্বদা পরিবারকে অন্ধকারে ঘিরে রাখবে। যে দৃশ্যে ছিলো কিছু অর্জিত পুরষ্কার যা এখন শুধু পরিবারকে দেখাবে।

যখন আমরা বিভিন্ন পত্রিকায় বড় আকারে দেখতে পাই, আমাদের আরেকটি বোন ধর্ষণে শিকার তনু ও সায়মার মত। তখন আমরা আমাদের কম্পিত হৃদয়কে শান্ত করার জন্য মানববন্ধনের আয়োজন করি, স্লোগান দেই, আন্দোলন করি। দিনশেষে, আমাদের এই মানববন্ধন, স্লোগান, ও আন্দোলন সবগুলোই যেন ব্যর্থতায় শিকার। লাল ফিতার দৌরাত্ম্যর মত বন্দী হয়ে যায়, আমাদের ধর্ষিতা বোনের হাই কোর্টের ফাইল। চিরতরে হারিয়ে যায় আমাদের বোনের নাম এই সোনার বাংলা থেকে যতক্ষণ না পর্যন্ত আরেকটি ভাজা খবর আমাদের হৃদয়কে স্পর্শ করে।

আজকাল ধর্ষণ শব্দটা ছড়িয়ে ছিটিয়ে গেছে ছোট্ট শিশুদের মধ্যেও। শুধু তা নয়, ছোট্ট শিশুরাও ধর্ষণ নামক শব্দটা থেকে বাদ পরেনি। তারা শিকার হচ্ছে ধর্ষণ নামের এই বাজে শব্দটিতে। যতদিন অতিবাহিত হচ্ছে, ততই আমাদের দেশে ধর্ষণ শব্দটা বেড়েই চলছে। বাংলাদেশে সুষ্ঠু বিচারের অভাবে ধর্ষকরা জঘন্যতম অপরাধ করেও আইনের জাল থেকে বেড়িয়ে আসছে। কেউ আসছে রাজনৈতিক দলের ক্ষমতা কাটিয়ে, কেউ আসছে টাকার জোরে। আবার কেউ কেউ নির্যাতনকারীকে আইনের আওতায় না যাওয়ার জন্য বিভিন্নভাবে ভয় দেখিয়ে নিজেকে মুক্ত করে নিচ্ছে।

বর্তমানে এসিড নিক্ষেপ বন্ধ হলেও তারচেয়ে বড় অপরাধ কিংবা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধর্ষণ। কিছু কারণ তুলে ধরতে পারি যে, আমাদের সমাজে অপরাধ দমন করতে ব্যর্থ হওয়ায় দিন দিন অপকর্মে ভরাট হয়ে যাচ্ছে আমাদের এই দেশ। যে বোনকে নির্মমভাবে হত্যা করা হলো, সে বোন জীবনের সাথে যুদ্ধ করে মৃত্যুর পথ ঠিক করে নিল। অপরদিকে যে মানুষ নির্মমভাবে হত্যা করল সে রাজনৈতিক ভাবে কিংবা টাকা জোরে আইনের হাত থেকে প্রাণে বেঁচে গেল। ইহা কোন ধরনের বিচার? যে বোনটি অসহায়ত্বের মত এই পৃথিবী ছেড়ে চলে গেল, সে জাতি তথা বিবেকের কাছে প্রশ্ন রেখে গেল। কিন্তু দেশের মানুষ তথা জনগণ অশান্ত মনকে শান্ত করার জন্য মানববন্ধন করল, দুই-তিন মাস রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করল। শেষ পর্যন্ত, সবকিছু যেন হারিয়ে যায় বিচারহীনতার মাধ্যমে।

পরিশেষে বলা যায় যে, যেভাবে ধর্ষণের সংখ্যা গানিতিক হারে বাড়ছে। যদি সেভাবে দ্রুত কোন পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে বাংলাদেশ ধর্ষণময় দেশ হিসাবে পরিণত হবে। তাছাড়া, যেভাবে এসিড নিক্ষেপ বন্ধ করতে সরকার যথেষ্ট সফল হয়েছে। ঠিক তেমনিভাবে ধর্ষকদের জন্য ক্রসফায়ার তথা
কঠিন রায় কার্যকর করে বর্তমান সরকার ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়