মাধবপুরে শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস পালিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 24 September 2022

মাধবপুরে শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস পালিত

Link Copied!

মাধবপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪সেপ্টেম্বর) সকালে মাধবপুরে এক শিশু সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শিক্ষার্থীদের মীনা কার্টুন দেখিয়ে তা থেকে কুইজের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করে মিনা দিবসের আয়োজনকে প্রাণবন্ত করে তুলে।

অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার দ্বিজেন আচার্য,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম,বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ এ সমাবেশে উপস্থিত ছিলেন।

শতাধিক শিশু এই সমাবেশে যোগ দেয়। সমাবেশের আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা বাড়াতে ১৯৮৮ সাল থেকে প্রতিবছর ২৪ সেপ্টেম্বর মিনা দিবস পালিত হয়ে আসছে। দক্ষিন এশিয়া,আফ্রিকা ও ইস্ট এশিয়ার বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়