দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : বাহুবলে সুশীল সমাজের সাথে প্রশাসনের মতবিনিময় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 3 January 2024
আজকের সর্বশেষ সবখবর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : বাহুবলে সুশীল সমাজের সাথে প্রশাসনের মতবিনিময়

Link Copied!

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সাথে বাহুবল উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারী) দুপুরে উপজেলা মিলনায়তনে হলরুমে উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার (বিপিএম সেবা) আক্তার হোসেন।

জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি বাহুবলে এসে অতিথিদের বক্তব্য শুনে বুঝতে পারছি বাহুবল নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, আমি বাহুবল উপজেলা নিয়ে টেনশন মুক্ত হলাম।

আপনারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে প্রশাসনকে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং বাহুবল উপজেলাকে দাঙ্গা মুক্ত মদ, জোয়া, গাজা, ইয়াবা সহ সকল ধরনের নেশা মুক্ত জেলা গড়ে তুলতে আইনকে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আমি আশাবাদী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বলেন” আমার ভোট আমি দিব,যাকে খুশি তাকে দিব ” নীতি অবলম্বন করে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে সেই পরিবেশ গড়ে তুলতে জেলা পুলিশ বদ্ধ পরিকর। ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোরতম অবস্থানে থাকবে।

এই সভায় আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন, বাহুবল -নবীগঞ্জ সার্কেল এএসপি আবুল খায়ের, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম টিপু সুলতান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল উপজেলার ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ, কলম সৈনিক উপজেলার সকল সাংবাদিকগণ, বিভিন্ন জনপ্রতিনিধিগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। সকলেই আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে সফল করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এতে আলোচনায় অংশ নেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ , মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম মিয়া, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন , স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান রাহিন, সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হৃদয় , বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল উদ্দিন ইমন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি নিহার রঞ্জন দাস প্রমুখ।