দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 6 January 2024
আজকের সর্বশেষ সবখবর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

এম এ রাজা
January 6, 2024 3:25 pm
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ সদর থানায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬জানুয়ারি) সকাল ১০টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ সদর থানা এলাকায় ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ জেলার সদর থানায় আগামী ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

সদর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, “আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। আমাদেরকে একটি টিম হিসেবে সবার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সকল পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

উক্ত ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোহাম্মদ খলিলুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব ও নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সবৃন্দ।