'আমার হবিগঞ্জ’ পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে তারেক হাবিবের নিয়োগ লাভ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 28 March 2020
আজকের সর্বশেষ সবখবর

‘আমার হবিগঞ্জ’ পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে তারেক হাবিবের নিয়োগ লাভ

Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ স্বল্প সময়ে হবিগঞ্জের মানুষের আস্থা অর্জনকারী পত্রিকা ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত কর্তৃক প্রকাশিত ও সম্পাদিত ‘দৈনিক আমার হবিগঞ্জ’ এর প্রধান প্রতিবেদক হিসেবে নিয়োগ লাভ করেছেন তারেক হাবিব। তারেক হাবিব ইতোমধ্যে ‘সিলেটের দিনকাল’, ‘এশিয়া টাইমস’, ‘ক্রাইম অনুসন্ধান ডটকম’ এর হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সংগ্রহে মেধা যাচাই করে ২৮ মার্চ শনিবার পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্ত স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ নিয়োগ প্রদান করেন। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত জানান, সংবাদ সংগ্রহে মেধা যাচাই করে এ নিয়োগ প্রদান করা হয়েছে। আশা করি হবিগঞ্জে সাংবাদিকতায় সংবাদ সংগ্রহকারীদের খুব ভাল মূল্যায়ন করবে দৈনিক আমার হবিগঞ্জ।

উল্লেখ্য, হবিগঞ্জের সংবাদ মাধ্যমে নতুন মাত্রা নিয়ে প্রকাশ হচ্ছে ‘দৈনিক আমার হবিগঞ্জ’। পত্রিকাটির আইন উপদেষ্টা হিসেবে আছেন এ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, নির্বাহী সম্পাদক নুরুজ্জামান মানিক এবং বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন।