মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ :। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের “একটু বৃষ্টি হলেই রাস্তা হয়ে যায় ছোট নদী” শিরোনামে “দৈনিক আমার হবিগঞ্জ” এ সংবাদ প্রকাশের পর গতকাল (১২ জুলাই) থেকে দেবপাড়া ইউনিয়নের উক্ত ৬নং ওয়ার্ডের মেম্বার শেখ মামদ আলীর উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য কালভার্টের কাজ শুরু করা হয়।
মেম্বার মামদ আলীর সাথে কথা বলে জানা যায়, বর্তমানে শুধু সাময়িকভাবে কালভার্টের কাজ শুরু করি।
রাস্তায় ভেঙে যাওয়া গর্তের কাজ সরকারের নজরে আছে অবশ্যই খুব দ্রুত এই রাস্তা পুনঃসংস্কারের কাজ শুরু হবে।
এ ব্যাপারে জানতে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুহিতের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে উনার ফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগী সাধারণ মানুষদের সাথে আলাপ করলে তারা বলেন, কালভার্টের কাজ হচ্ছে দেখে আমরা খুবই আনন্দিত। এখন রাস্তার পুনঃসংস্কার কাজ হয়ে গেলেই আমরা সাচ্ছন্দে বাড়ি থেকে বাজারে আসা যাওয়া করতে পারবো। তাই এই বিষয় যেন সরকারের প্রতিনিধিদের খেয়াল থাকে।