"দৈনিক আমার হবিগঞ্জ" পত্রিকায় সংবাদ প্রকাশের পর মাধবপুর খাল দখলের সত্যতা প্রমাণ করলো কর্তৃপক্ষ। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 13 July 2020
আজকের সর্বশেষ সবখবর

“দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকায় সংবাদ প্রকাশের পর মাধবপুর খাল দখলের সত্যতা প্রমাণ করলো কর্তৃপক্ষ।

Link Copied!

 

 

 

বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা গ্রামের নজির হাটির খাল দখল করে ঐ গ্রামের কালু মিয়ার ছেলে শাহজাহান মিয়া দ্বিতল স্থাপনা নির্মাণ করায় একটি প্রতিবেদন “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকায় গত ১০ জুলাই “মাধবপুরে খাল দখল করে স্থাপনা নির্মাণ” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় টনক নড়ে কর্তৃপক্ষের।

সংবাদটি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হলে মাধবপুর উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসকে পরিদর্শনের নির্দেশ প্রদান করেন। এরই সত্যতা যাচাই করতে ১২ জুলাই রবিবার বিকালে ১১ নং বাঘাসুরা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নারায়ন চন্দ্র দেব সরজমিনে পরিদর্শন করে খালের উপর স্থাপনা নির্মাণের সত্যতা পান।

পরিদর্শন শেষে তিনি “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, সরকারি খাল দখল করে কোন নির্মাণ স্থাপন করা অন্যায়। সারাদেশে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে, এটিও উচ্ছেদ করে সরকারি খাল মুক্ত করা হবে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, পরিদর্শন করে স্থাপনা নির্মানের সত্যতা পাওয়ায় অচিরেই স্থাপনা ভেঙ্গে দখলকৃত খাল উদ্ধার করা হবে।