মস্তফা কামাল, আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ শিবপাশা পুলিশ ফাঁড়ি থেকে পশ্চিম ভাগ নদীর পাড় পর্যন্ত রাস্তার বেহাল দশা। প্রায় জায়গাতে গর্ত হয়েগেছে। বাজারে রাস্তার ভয়ংকর রূপ ধারণ করছে। রাস্তায় গর্তে পানি আটকে পথচারীদের অসুবিধা ও গাড়ী চলার অনুপযোগী হয়ে পরছে। ঐ রাস্তার টিকাদার আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ মর্তুজা হাসান।
এ নিয়ে এলাকার সচেতন নাগরিকদের পরামর্শে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় প্রতিবেদনে প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পরে বাজার কমিটি ও এলাকাবাসী একটি মিটিংয়ের আয়োজন করেন। মিটিংয়ে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে দাওয়াত করা হয়। মিটিংয়ে বাজার কমিটির উপস্থিতিতে চেয়ারম্যান বলেন, এই মহামারীর সময়ে সব কিছু বন্ধ বটে। রাস্তায় কাজ করার দরকারী পাথর, ও আসবাবপত্র পাওয়াটা সংকট। এবং প্রয়োজন মত কাজের লোক ও পাওয়া যাচ্ছে না। তাই এই রাস্তার কাজ দ্রুত করতে সক্ষম হইনি। তবে আমার উপজেলার মানুষ এবং পথচারী শ্রমিকদের কথা চিন্তা করে অতি শীগ্রই রাস্তার কাজ শুরু করব। যাতে রাস্তায় চলার কেত্রে করো কোন রকম অসুবিধা না হয়।
এরপর ১১ই জুলাই থেকে রাস্তার পুননির্মাণের কাজ শুরু করলেন। যদি দ্রুত গতিতে কাজ চলে তাহলে সুষ্ঠ সুন্দর একটি রাস্তা পাবেন আজমিরীগঞ্জবাসী।