ইমদাদুল হক মাসুম : দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তাপস হোম করোনায় আক্রান্ত হযেছেন। শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে তিনি করোনায় পজিটিভ সনাক্ত হন।
৩দিন আগে জ্বরে আক্রান্ত হন সাংবাদিক তামস হোম। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। সাংবাদিক তাপস হোম উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্গত দত্তপাড়া গ্রামের জহরলাল হোমের পুত্র । সাংবাদিক সমাজসহ দেশবাসীর কাছে দোয়া/ আশির্বাদ কামনা করেছেন তিনি ।