স্টাফ রিপোর্টার : বহুল পঠিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা বন্ধের অসৎ উদ্দেশ্যে ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্তসহ পত্রিকার ১৩ জন সাংবাদিককে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার (২৪এপ্রিল) রাতে শহরের সিনেমা হল রোডের লোকমান মিয়ার পুত্র আলম মিয়া মারধরের অভিযোগ এনে হবিগঞ্জ সদর থানায় বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন। এই ১৪ জনের মধ্যে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার ১৩ জন ই পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত। অপর আসামি জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা রয়েছেন তালিকায়।
সম্পুর্ণ অসৎ উদ্দেশ্যে পত্রিকা যাতে প্রকাশিত না হয় এই জন্য মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সচেতন মহল। মজার ব্যাপার হল-মামলার ৭ নাম্বার আসামি সুমন্ত্র দাস গুপ্ত তনু সংঘর্ষের দিন ঢাকার একটি হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে আইসোলেশনে ছিলেন। গত ১০ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত তিনি সেখানে ছিলেন বলে তার মেডিকেল সার্টিফেকেট দেখে নিশ্চিত হওয়া গেছে। অথচ এই মামলায় তাকেও আসামি করা হয়েছে।
সংবাদ প্রকাশের জেরে গত ১৯ এপ্রিল সোমবার মেয়র আতাউর রহমান সেলিমের নির্দেশে পুলিশের উপস্থিতিতে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিস ও সম্পাদক সুশান্ত দাস গুপ্তর উপর হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলায় অফিসের থাকা দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার কয়েক সাংবাদিক আহত হন। অথচ উল্টো ওই পত্রিকার সম্পাদকসহ ১৩ জন সাংবাদিককে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। যা সম্পুর্ণ হাস্যরসে পরিণত হয়েছে।
মামলায় অন্যান্য আসামীগণ হলেন-শুভ দাস গুপ্ত,খায়রুল ইসলাম সাব্বির,রাসু দাস গুপ্ত,ইউসুফ মিয়া,মোফাজ্জল হোসেন সজিব,সুমন দাস হরি,উজ্জ্বল দাস চিনু,রুবেল তালুকদার,মেহেদী হাসান,মনসুর আহমেদ ও মানিক দাস।
হামলা, মিথ্যা মামলা করে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না বলে জানিয়েছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন জানান। তিনি আরো জানান, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিসসহ বাসাবাড়িতে তান্ডবলীলার সুষ্ঠু বিচার প্রত্যাশা করছেন সচেতন মহল।
প্রসঙ্গত,জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহিরের নির্দেশে আতাউর রহমান সেলিমের নেতৃত্বে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিসে হামলা চালিয়েছে হবিগঞ্জ জেলা যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা। শাহ আরজুর ডাকা সচেতন নাগরিক সমাজের নামে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে গত সোমবার (১৯এপ্রিল) বেলা ১ টার দিকে চিড়াকান্দিস্থ অফিসে হামলা করে একদল সন্ত্রাসী বাহিনী। সদর থানা পুলিশের উপস্থিতিতেই এই হামলা চালানো হয় বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু জাহির এমপি’র প্রত্যক্ষ নির্দেশে দুপুর থেকেই জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও জেলা ছাত্রলীগের সেক্রেটারি মহিবুর রহমান মাহির নেতৃত্বে নোয়াবাদ, শংকরের মুখসহ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অফিসের প্রবেশদ্বারে আশেপাশের বিভিন্ন পয়েন্টে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জড়ো হয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জড়ো হওয়ার একপর্যায়ে তাদের নেতৃত্বে পত্রিকা অফিসে হামলা করা উদ্দেশ্যে আসতে থাকে তারা। পথিমধ্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্ত’র শ্বশুড়ের বাসায় হামলা চালায়। হামলায় তার শ্বশুড়ের বাসার বিভিন্ন দরজা জানালা, আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট চালায়।
এই ঘটনায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্ত গত শনিবার ((২৪এপ্রিল) রাতে হবিগঞ্জ সদর থানায় ২৫জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ৪শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।