স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল শহরের পূর্বাসা আবাসিক এলাকার নিজ বাসা থেকে স্ত্রী হত্যার অভিযোগে অনুজ কান্তি দাশ নামে এক ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গ্রেফতারকৃত অনুজ কান্তি দাশ (৪০) উপজেলার পূর্বাসা এলাকার নরেশ চন্দ্র দাশের পুত্র ও জাতীয় দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি। এর আগে নিহত গৃহবধু অনিতা দাশের পিতা দীলিপ দাশ বাদী হয়ে স্বামী অনুজ কান্তি দাশ ও তার বোন পূরবী রাণী দাশকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।
নিহত গৃহবধু অনিতা দাশ বানিয়াচং উপজেলার মুরারআব্দা গ্রামের দিলীপ দাশের কন্যা। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের মে মাসে পারিবারিক সম্মতিক্রমেই বিয়ে হয় অনুজ কান্তি দাশ ও অনিতা দাশের। তবে বিয়ের পর বিভিন্ন সময় নানা অযুহাতে মাদকাশক্ত হয়ে স্ত্রীকে মারধর করতেন অনুজ কান্তি দাশ।
এ নিয়ে ইতোপূর্বে উভয় পরিবারের মধ্যে একাধিক বিচার-শালিসও হয়েছে। অভিযোগ থেকে আরো জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে একইভাবে নির্যাতন করে অনিতাকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক দৈনিক আমার হবিগঞ্জকে জানান, সুরতহাল রিপোর্টে এমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, অনুজ তার স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। অনিতার বাবার অভিযোগের ভিত্তিতে লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নিহতের পিতা মামলার বাদী দিলীপ দাশ বলেন, ‘কয়েকদিন আগে সে খুব ঘন-ঘন ইন্ডিয়া যেত।
কেন বা কি কারণে সে ইন্ডিয়া যেত তার কারণ জানতে চাইলেও কখনো আমাদের বলেনি। অযুহাত একটাই সাংবাদিকতা। অনুজ আমার মেয়েকে প্রায়ই নির্যাতন করত। এ নিয়ে অতীতে অনেক বিচার-শালিস হয়েছে। মামলা দায়ের হয়েছে, আশা করছি ন্যায় বিচার পাবো’।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল পলি ক্লিনিকে অনিতাকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেটে রাগিব-রাবেয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, সিলেট রাগির-রাবেয়া মেডিকেলে তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘সেরিব্রাল মেনিনজাইটিস’।
অনিতার মৃত্যুর পর তার বাবা দিলীপ দাশ বাদী হয়ে ওই দিন (২৯ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানায় মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ করেন। অভিযোগটি শুক্রবার রাতে পুলিশ হত্যা মামলা হিসেবে রেকর্ড করে।
অভিযোগে অনুজ কান্তি দাশ, অনুজের বাবা নরেশ দাশ এবং মা পুরবী দাশকে আসামি করা হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তে জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন বিকেলে শ্রীমঙ্গল পৌর শ্মশানে তার দাহ সম্পন্ন হয়। শেষকৃত্যে অনিতার বাবার বাড়ির লোকজন অনুপস্থিত ছিলেন।