দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় অনুসন্ধানী সংবাদ প্রকাশে দায়িত্বে অবহেলা প্রমাণ হওয়ায় যাত্রাবাড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জেসমিন খানমকে শো-কজ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 28 November 2020
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় অনুসন্ধানী সংবাদ প্রকাশে দায়িত্বে অবহেলা প্রমাণ হওয়ায় যাত্রাবাড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জেসমিন খানমকে শো-কজ

অনলাইন এডিটর
November 28, 2020 2:29 pm
Link Copied!

ছবি: যাত্রাবাড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জেসমিন খানম

স্টাফ রিপোর্টার : দায়িত্বে অবহেলা ও দূর্নীতি প্রমাণ হওয়ায় হবিগঞ্জ সদর উপজেলার যাত্রাবাড়ী ক্লিনিকের হেলথ্ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) জেসমিন খানমকে শো-কজ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী। তিনি আরও জানান, নিয়মিত অফিসে না আসা, দায়িত্বে অবহেলা ও দূর্নীতি প্রমাণিত হওয়ায় তাকে এ শো-কজ করা হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে শো-কজের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গত ২৩ নভেম্বর যাত্রাবাড়ী ক্লিনিকের হেলথ্ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) জেসমিন খানমের দূর্নীতি নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জ।

এ সময় ক্লিনিক বন্ধের কোন উপলক্ষ্য না থাকলেও দুপুর ১২টার সময় হেলথ্ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) জেসমিন খানমকে ক্লিনিকে অনুউপস্থিত পাওয়া যায়। শুধু তাই নয় অভিযোগ উঠে, সিএইচসিপি জেসমিন খানম অফিস করেন নিজের ইচ্ছেমত মতো করে। ধার ধারেন না সরকারি কোন নিয়ম কানুনের। সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে করেন অসধাচরণও। দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানী সংবাদকর্মী তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ সদর উপজেলার দায়িত্বে থাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন চৌধুরীকে মোবাইল ফোনে অবগত করেন। পরে তিনি ঘটনার সত্যতা যাচাই করলে শুরু হয় সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা।

এর কিছুক্ষণ পর ওই ক্লিনিকের হেলথ্ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) জেসমিন খানম প্রতিবেদকের মোবাইল নাম্বার সংগ্রহ করে বিশেষ সমস্যার কারণে অফিসে আসতে পারেননি বলে জানান।