রুপক দাস : গত ১৯ এপ্রিল সোমবার পৌর মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় হবিগঞ্জের চিড়াকান্দিস্থ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অফিস ও পত্রিকার সম্পাদক সুশান্ত দাস গুপ্তর শ্বশুড়ের বাসা মঞ্জুরি ভবনসহ হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দিতে এবার পাশে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
সোমবার (৩ মে) বিকাল চারটায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিস ও ক্ষতিগ্রস্ত মঞ্জুরি ভবন পরিদর্শনে আসেন তিনি। এসময় এমপি মজিদ খান মঞ্চুরি ভবনসহ আশেপাশের ক্ষতিগ্রস্ত হওয়া হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়িতে যান। পরিদর্শনকালে তার সাথে ছিলেন,জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মনসুর আলী , পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু,অ্যাডভোকেট মানবেন্দ্র দাস প্রমুখ।
এ বিষয়ে হবিগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,ঘটনার সময় আমি ঢাকাতে ছিলাম। তাই আমার আসতে একটু দেরী হয়েছে। আর আপনারাতো সবাই জানেন ই আমি সহ আমার পরিবারের সবাই করোনায় আক্রান্ত ছিলাম। আল্লাহর অশেষ রহমতে এখন সুস্থ হয়ে ফির এসেছি। আমি এই হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানাই। যারা এই ন্যাক্কারজনক কাজ ঘটিয়ে আইনের মাধ্যমে তাদের বিচার হোক সেটাই কামনা করছি।
উল্লেখ্য, সম্প্রতি একটি মন্দিরের জায়গা দখল নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহিরকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। এছাড়াও দুর্নীতি নিয়ে পর পর বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জ। এই সব সংবাদের জের ধরেই পৌর মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিসে হামলা ও সম্পাদক সুশান্ত দাস গুপ্তর শ্বশুড়ের বাসাসহ আশেপাশের হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়িতে এই হামলা চালায় যুবলীগ-ছাত্রলীগের সস্ত্রাসীরা। এই ঘটনায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্ত গত শনিবার (২৪এপ্রিল) রাতে হবিগঞ্জ সদর থানায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ ছাড়াও গত রবিবার (২মে) হবিগঞ্জের দ্রুত বিচার আদালতে পৌর মেয়র আতাউর রহমান সেলিমসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫শ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশনা দিয়েছেন।