হৃদয় হাসান শিশির, বানিয়াচং প্রতিনিধিঃ “বানিয়াচংয়ে না খেয়ে দিন পার করছে একটি পরিবার” এই শিরোনামে গত বৃহস্পতিবার (১৬এপ্রিল) দৈনিক আমার হবিগঞ্জ এর অনলাইন ভার্সনে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছিল। সংবাদটি দেখে জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি,প্রশাসনিক কর্মকর্তাসহ অনেক হৃদয়বান ব্যক্তি এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এর ই ধারাবাহিকতায় এই প্রতিবেদনটি বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার মহোদয়ের নজরে আসলে শুক্রবার (১৭এপ্রিল) সকালে এই পরিবারকে দশ কেজি চাল স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন।
স্থানীয় ইউপি মেম্বার মনফর আলী এই সাহায্যটুকু অসহায় রেজবি বেগমের হাতে তুলে দেন। পরবর্তীতে তাদেরকে আরে সহযোগীতা করা হবে বলে জানিয়ে দেন ইউপি মেম্বার মনফর আলী। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পত্রিকাটির বার্তা সম্পাদকে সাথে কথা বলে অসহায় পরিবারকে সাহায্য করার প্রত্যয ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন।