স্টাফ রিপোর্টার || চাল কেলেঙ্কারি, দুর্নীতি সহ নানা ধরনের অভিযোগে ইতিমধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলার ৭ নং নুরপুর ইউনিয়ন এর সাবেক ইউপি সদস্য বর্তমান প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং ইউপি খাদ্য বান্ধব চাল এর ডিলার মাসুক ভান্ডারির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
গত ১৬ জুলাই নুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এর উপর খাদ্য বান্ধব ১০ টাকা চালের তালিকায় অনিয়ম ও আত্নসাৎ এর অভিযোগ এবং খাদ্য বান্ধব চাল এর ডিলার মাসুক ভান্ডারীর উপর ভিজিডি চাল আত্নসাৎ এর অভিযোগে “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।
এরই ধারাবাহিকতায় ২০ জুলাই দ্বিতীয় বার “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকায় সংবাদ প্রকাশ এর জের ইএনও বরাবর এলাকাবাসীর লিখিত অভিযোগ দাখিল করে।
তদন্ত কেন পিছিয়ে রয়েছে এবিষয়ে প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং ডিলার মাসুক ভান্ডারীকে নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা।
লিস্ট অনুযায়ী নাম এবং পিতার নাম পরিবর্তন করে গ্রাম বা ওয়ার্ড এর নাম ব্যবহার না করেই, খাদ্যবান্ধন লিস্ট অনুযায়ী ক্রমিক নং ৬০৬ থেকে ৬৬৫ নং পর্যন্ত ব্যবহার করা হয়েছে (৩৬১৪৪৪৭১৮) এই এনআইডি নাম্বার টি ব্যবহার করা হয়েছে ৭৬ বার। ১০ থেকে ১২ জন মৃত ব্যক্তির নামে তোলা হচ্ছে চাল, কম বেশি পরিচিত মৃত সাবুনি রবি দাশ তার নামেও উঠানো হচ্ছে চাল।
এব্যাপার শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার বলেছিলেন, প্যানেল চেয়ারম্যান এবং ডিলার এর বিরুদ্ধে লিখিত অভিযোগ আসলে তদন্ত অনুসারে ব্যবস্থা গ্রহন করা হবে, এবং তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
দুর্নীতিবাজ প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এর সাথে কথা বলতে চাইলে ওনার নাম্বারে একাদিক বার ফোন করেও ফোন টি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে, খাদ্য বান্ধব চাল এর ডিলার সৈয়দ এম এ মাসুক ভান্ডারির সাথে যোগাযোগ করলে, পরিচয় জানতে চান তিনি, আমার হবিগঞ্জ প্রতিনিধির পরিচয় দিলে, লাইন কেটে ফোন বন্ধ করে দেন।
চাল আত্নসাৎ এর বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সাথে কথা বললে, তিনি “দৈনিক আমার হবিগঞ্জ” কে জানান আমাদের অফিসে যদি কোন লিখিত অভিযোগ আসে তাহলে তাদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হলো কঠিন শাস্তির ব্যবস্তা নেয়া হবে।