জাবেদুর রহমান, নবীগঞ্জ : দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর নবীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জারাই জিকেওয়াইআই দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করলো মাদ্রাসা কর্তৃপক্ষ।
গতকাল ২০ জুলাই “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকায় “ডিইও নির্দেশনা অনুযায়ী নবীগঞ্জে বৃক্ষরোপণ করেনি পাঞ্জারাই জিকেওয়াইআই দাখিল মাদ্রাসা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
এ প্রতিবেদনটি সংশ্লিষ্টদের নজরে আসলে মঙ্গলবার ২১ জুলাই তারিখে উপজেলা কৃষি অফিস থেকে চারাগাছ সংগ্রহ করে উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল করিম ও আলাউর রহমান প্রমুখ।