সলিল বরণ দাশ, নবীগঞ্জ : স্বাধীনতার ৪৯ বৎসরের র্দীঘ প্রতিক্ষার পর দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের ১৫ দিনে মধ্যে নবীগঞ্জের করগাঁও ইউনিয়নে কমলাপুর গ্রামের মানুষ বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।
১৫ দিনের মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগের মধ্যে দিয়ে কমলাপুর গ্রামের মানুষের মুখে হাসি ফুটেছে, এখন তারা সারাদিনের কাজ শেষে রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। এজন্য তারা ধন্যবাদ জানিয়েছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার রির্পোটার ও কতৃপক্ষকে।
বিদ্যুৎ সংযোগের বিষয়টি নিশ্চিত হয়ে করগাঁও ইউনিয়ন পরিষদ স্থানীয় সদস্য ফনি ভূষণ দাশ “দৈনিক আমার হবিগঞ্জ”কে বলেন, করোনা মহামারীর আগে আগে হবিগঞ্জ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঠিকাদারের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর মধ্যে ঝগড়া হওয়ায় কাজ ফেলে চলে যায় ঠিকাদার। এক পর্যায়ে ঠিকাদারের লোকজন ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ সংযোগ কাজ শেষ না করে চলে যায়। এতে শঙ্কায় পড়ে যায় কমলাপুরের মানুষ।
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামে স্বাধীনতার ৪৯ ধরে বিদ্যুৎ সংযোগ ছিল না। বিদ্যুৎ সংযোগ না থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট, শিশু-কিশোর-বৃদ্ধ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে পড়েন। শিক্ষার্থীদের লেখাপড়া বাধাগ্রস্থ হয়।
এদিকে, বিদ্যুতের দাবিতে স্থানীয়রা হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক সহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন জানালেও গত এক বৎসরে কোনো কাজ হয়নি।
স্থানীয় জনগণের অভাব অভিযোগের ভিত্তিতে “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকায় গত ২৫,শে জুন নবীগঞ্জে স্বাধীনতা ৪৯ বৎসর পর শতভাগ বিদ্যুৎতের উপজেলায় বিদ্যুৎ বঞ্চিত কমলাপুরের দেড় শতাধিক পরিবার র্শীষক একটি প্রতিবেদন প্রকাশ হয়।
এরপর পল্লী বিদ্যুতায়ন র্বোড ও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের টনক নড়লে গত কয়েকদিনে অসম্পূর্ন কাজ সম্পূর্ন করে গত বৃহস্পতিবার থেকে বৈদ্যুতিক মিটার স্থাপনের মধ্যে দিয়ে
এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু হয়। ইতিমধ্যে ৮০টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে আগামী দুই তিন দিনে বাকী ৭০টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়ে যাবে।