ইয়াছিন তন্ময় : মাধবপুরে করোনার থাবায় অসহায় হয়ে পরে প্রতিবন্ধী হাবিল মিয়া। পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তিনিসহ তার পরিবার। কঠিন এক মহামারি তে দুই পায়ের চলার ক্ষমতা হারান তিনি। উন্নত চিকিৎসার অভাবে ঘরের বিছানায় শুয়ে শুয়ে ই দিন পার করছেন অসহায় হাবিল মিয়া। অচল পা নিয়ে মানুষের বাড়ি গিয়ে ইট ভাজ্ঞার কাজ করেতেন কিন্তু করোনা মহামারির কারনে তা ও বন্ধ হয়ে যায়।

ছবি : দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর খাদ্য সহায়তা পেল প্রতিবন্ধী হাবিল মিয়া
বিষয়টি আমার হবিগঞ্জ প্রতিনিধির নজরে আসলে তাকে নিয়ে দৈনিক আমার হবিগঞ্জ একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটি দৃষ্টিগোচর হয় জগদীশপুর জে,সি হাইস্কুলের এসএসসি ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের। পরে ওই ব্যাচের শিক্ষার্থীরা অসহায় হাবিল মিয়ার বাড়িতে খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেন। তাদের খাদ্য তালিকায় ছিল,চাল,ডাল,পেয়াজ,তৈল,মুড়ি,