দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর অবৈধ বাজার উচ্ছেদ করলো হাইওয়ে পুলিশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 5 February 2024
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর অবৈধ বাজার উচ্ছেদ করলো হাইওয়ে পুলিশ

Link Copied!

দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় খবর প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর মহাসড়কের ওপর ঘরে উঠা অবৈধ কাঁচাবাজার সরিয়ে দেয়া হয়েছে। ‘অলিপুর মহাসড়কের ওপর ঝুঁকিপূর্ণ বাজার!এই শিরোনামে সোমবার (৫ফেব্রুয়ারি) একটি সংবাদ প্রকাশ করা হলে সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ বাজারটি উচ্ছেদ করে দেন।

জানা গেছে, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় এই বিষয়ে ছবিসহ একটি সংবাদ প্রকাশের পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এই পদক্ষেপ গ্রহণ করেন। অলিপুর পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অবৈধ কাচাঁ বাজার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এই বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, মহাসড়কের উপর বাজার বসিয়ে জনগনের দুর্ভোগ বাড়াবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মহাসড়ক থেকে বাজার উচ্ছেদ করে সাধারণ জনগনের যাতায়েত সুগম করা হয়েছে। তিনি বলেন, মহাসড়কের নিরাপত্তার স্বার্থে সেখান থেকে বাজার সরিয়ে দিতে আমরা প্রতি সপ্তাহেই তাদেরকে সতর্ক করার পাশাপাশি অভিযান পরিচালনা করছি। এধরনের অভিযান অব্যাহত আছে।