দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় লাখাই উপজেলার বুল্লা বাজারে অনিয়ম, ব্যবস্থাপনা ও অবৈধ দখলের সংবাদ প্রকাশের পর সরকারি গোপাট ও অন্যান্য সরকারী জমি দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাটের তালিকা করা শুরু হয়েছে।
বুধবার (১ মার্চ) লাখাই উপজেলা প্রশাসনের নির্দেশে বুল্লা ইউনিয়ন উপ সহকারী ভুমি কর্মকর্তা আব্দুল কাইয়ুম বাজারের উপর দিয়ে যাওয়া গোপাট ও অন্যান্য সরকারী জমিতে অবৈধভাবে দখলকারীদের তালিকা করার কাজ করেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারী দৈনিক আমার হবিগঞ্জে ‘লাখাইয়ে অনিয়ম-অব্যবস্থাপনা-অবৈধ দখলে জর্জরিত বুল্লাবাজার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদে উল্লেখ্য করা হয়, লাখাই উপজেলা তথা হবিগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র বলে পরিচিত বুল্লা বাজার নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও সরকারি জমির অবৈধ দখলে জর্জরিত হয়ে পড়েছে। মুল বাজারের দোকানপাট ভাড়া না হয়ে খালি পড়ে রয়েছে।
অপরদিকে সরকারি রেকর্ড ভুক্ত গোপাটে অবৈধভাবে দোকানপাট বসানো হয়েছে। এতে করে কৃষকদের গবাদি পশু চলাচল ও ধানসহ অন্যান্য ফসল পরিবহন করতে অসুবিধা হচ্ছে। মুদি মাল, কাপড়-চোপড়, শাকসবজি ও ফলমূল সহ সকল প্রকারের দোকান দীর্ঘদিন ধরে গোপাটে স্থাপিত রয়েছে।
এসব দোকানদারদের কেউই নিজেদের স্থান ছেড়ে অন্যত্র না যাওয়ায় অন্য কোন ব্যক্তি এসে বাজারে উন্মুক্ত অবস্থায় বসে ব্যবসা করতে পারেন না। এমন কি বুল্লা বাজারে তোহা বাজার না থাকায় স্থানীয় কৃষক ও কৃষি পণ্য উৎপাদনকারীদের কেউই বিনা টাকায় বাজারের পণ্য বিক্রি করতে পারেন না।
দৃশ্যমান স্থানে বাজারে বিভিন্ন পণ্য বিক্রয়ের টোল আদায়ের চার্ট টানানোরর কথা থাকলেও এখানে তা নেই বলে অভিযোগ রয়েছে। এ সুযোগে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণ টাকা টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
বিদ্যমান আইনে দৈনিক ভিত্তিতে টোল আদায়ের কথা থাকলেও সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে টোল আদায় করার অভিযোগ পাওয়া যায়। এছাড়া সাব লিজ দেয়া বেআইনি হলেও বাজারের বিভিন্ন অংশকে ভাগ করে সাপ্তাহিক ভিত্তিতে সাব লিজ দিয়ে টাকা আদায় করার তথ্য রয়েছে।
সরকারি গোপাটে স্থায়ী স্থাপনা তৈরি করা বেআইনি হলেও এ বাজারে বেশ কয়েকটি ও পাকা মহিলা কর্নার স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন আগে মহিলা কর্নার তৈরি করা হলেও এটিতে এখনো কোনো নারী দোকানদারদেরকে বরাদ্দ দেয়া হয়নি। অভিযোগ রয়েছে প্রভাবশালী মহল এটিকে ভাড়া দিয়ে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছেন। সরকারিভাবে নির্মিত শেড গুলি ও খালি পড়ে রয়েছে।
বাজারের বেশ কয়েকটি সরকারি জমি স্থায়ীভাবে দখল করে নিয়েছেন প্রভাবশালীরা। বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস কক্ষটি পর্যন্ত দখল করে মুদি দোকানের গোডাউন বানানো হয়েছে। অফিস কক্ষে মুদি দোকান স্থাপনের ব্যাপারে এর আগে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হলেও এটি উদ্ধারে এখনো পর্যন্ত রহস্যজনকভাবে কোন পদক্ষেপ নেয়া হয় নি।
বাজারের উপর দিয়ে চলে যাওয়া হবিগঞ্জ লাখাই সড়কে যত্রতত্র টমটম, সিএনজি অটোরিকশ, বাসসহ নানা যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে যানজট নিত্য নৈমিত্তিক রূপ ধারণ করেছে। হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন ২০২৩ অনুযায়ী বাজারের ঝাড়ুদারের বেতন দেয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার সম্পূর্ণ দায়-দায়িত্ব ইজারাদারের হলেও এ বাজারে বর্তমানে স্থায়ী নিযুক্ত ঝাড়ুদার নেই।
নোংরা আবর্জনা যত্রতত্র পড়ে থাকে। বাজারে পাবলিক টয়লেটের অভাবে বাজারে আসা লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। বাজার ব্যবস্থাপনা কমিটির কোন কার্যক্রম নেই বললেই চলে।
নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সভাপতি ও স্থায়ী দোকান মালিকদের মধ্য হতে তাদের দ্বারা নির্বাচিত একজন সদস্য সচিবের সমন্বয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি করে প্রতি মাসে একটি মিটিং করার কথা থাকলেও এরকম কোন কমিটি নেই বলে তথ্য পাওয়া যায়।