দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর : বানিয়াচং মহিলা আওয়ামী লীগসহ ৭ ইউনিটের কমিটি বাতিল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 23 October 2022
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর : বানিয়াচং মহিলা আওয়ামী লীগসহ ৭ ইউনিটের কমিটি বাতিল

Link Copied!

সম্মেলন ছাড়া বানিয়াচং উপজেলাসহ ৬টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ৭ইউনিটে জেলা মহিলা আওয়ামী লীগ কর্তৃক দেয়া কমিটি বাতিল করেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ।

সম্মেলন হওয়ার আগ পর্যন্ত পূর্বের কমিটি বহাল থাকবে বলেও দৈনিক আমার হবিগঞ্জকে জানিয়েছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বাতিল হওয়া কমিটির সম্মেলন করার জন্য জেলা কমিটিকে তাগিদ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। উপজেলা গুলো হল-হবিগঞ্জ সদর,হবিগঞ্জ পৌরসভা, চুনারুঘাট,মাধবপুর, বাহুবল, বানিয়াচং ও শায়েস্তাগঞ্জ।

প্রসঙ্গত, সম্মেলন ছাড়া বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করায় হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জামিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া জাহিরের বিরুদ্ধে অন্যায়, অবৈধ ও অগঠনতান্ত্রিক কার্যকলাপের অভিযোগে বানিয়াচংয়ে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল গত ৩১ জুলাই অনুষ্ঠিত হয়।

সদ্য বিলুপ্তকৃত বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তারের নেতৃত্বে বড়বাজারে এ প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে কয়েকশত মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীর সমাবেশ ঘটে।

বানিয়াচং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।

এসময় বক্তব্য রাখেন কুলসুম, বিলকিস, গোলাপজান, লিপি, সাবিকুন, হাবিবা, শিল্পী, সাবিনা, হোসনে আরা, মুক্তা, খালেদা, মরিয়ম, কদরচাঁন, জুলেখা, মিজবা, আলপনা প্রমূখ।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, বানিয়াচং উপজেলায় মহিলা আওয়ামীলীগের কোনো অস্তিত্ব ছিলোনা। বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার তিল তিল করে বানিয়াচং উপজেলায় মহিলা আওয়ামী লীগ গড়ে তোলেন।

কিন্তু হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জমিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া জাহির সম্মেলন ছাড়াই অন্যায়, অবৈধ ও অগঠনতান্ত্রিকভাবে বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্তমান কমিটিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা না করে প্রেসরিলিজ দিয়ে আরেকটি কমিটি ঘোষণা করেন তারা ।

তাদের এই অন্যায়, অবৈধ ও অগঠনতান্ত্রিক কার্যকলাপের প্রতিবাদে বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামী লীগের শত শত নেতাকর্মী রাস্তায় নামতে বাধ্য হয়।

বক্তারা হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারীতার বিচারের জন্য আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া বেগম ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের হস্তক্ষেপ কামনা করেন এবং অগঠনতান্ত্রিকভাবে ঘোষিত কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখার দাবি জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই নুরুন্নেছা বেগমকে সভাপতি ও শিরিনা খাতুনকে সাধারণ সম্পাদক করে বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামীলীগের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জামিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া জাহির।

শেষ পর্যন্ত তাদের এই কমিটিসহ অন্য আরো ৬টি ইউনিটের কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রেখে কেন্দ্রীয় কমিটির নির্দেশে প্রেস রিলিজ দেয় জেলা মহিলা আওয়ামী লীগের সভাতি জমিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া জাহির।