হৃদয় হাসান শিশির বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে করোনার ছোবলে অসহায় হয়ে পড়েন দুই পা হারানো অসহায় আলমগীর মিয়া। কষ্টে জীবন যাপন করেন তিনি। চার সন্তান, স্ত্রী কে নিয়ে ভিক্ষা করে জীবন যাপন করেন অসহায় আগমগীর। কিন্তু করোনা ভাইরাসের কারনে ভিক্ষা ও করতে পারছেন না তিনি। এতে দুর্ভোগময় জীবন কাটাচ্ছিলেন অসহায় আলমগীর মিয়া। বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জ এর প্রতিনিধির চোখে পড়লে, দৈনিক আমার হবিগঞ্জে পরের দিন সংবাদ প্রকাশ পায়। তারপর সেই অসহায় আলমগীর মিয়ার পরিবারের পাশে এসে দাঁড়ান নাম প্রকাশে অনিচ্ছুক এক লন্ডন প্রবাসী। তিনি আলমগীর মিয়াকে নগদ ৬ হাজার টাকা দেন। এবং যেকোনো প্রয়োজনে আলমগীর মিয়ার পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন ।
তিনি আরও বলেন করোনার এই সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার মুল লক্ষ্যমাত্রা । সমাজের সকল বিত্তবানদের এই সংকটময় মুহূর্তে সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি । এপ্রসঙ্গে অসহায় আলমগীর মিয়ার সাথে কথা বললে তিনি আমার হবিগঞ্জ কে জানান, আমি ভিক্ষা করে ছেলে সন্তান নিয়ে জীবন যাপন করি। কিন্তু করোনার আতঙ্কে এখন ভিক্ষা ও করতে পারছি না। এতে কষ্ট করে জীবন যাপন করছি আমার পরিবার নিয়ে। বিষয়টি পত্রিকার মাধ্যমে দেখে এক প্রবাসী ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এ জন্য তিনি ওই পত্রিকার সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।