দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর ধসে যাওয়া ড্রেন মেরামত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 20 May 2022
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর ধসে যাওয়া ড্রেন মেরামত

Link Copied!

লাখাইয়ে কালাউক বাজারে আঞ্চলিক মহাসড়কে ড্রেনের গাউড ওয়াল ধসে গেলে গত ১৫ মে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় ও অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর ড্রেনের গাইড ওয়াল পূনঃ নির্মান কাজ শুরু করেছে মোজাহার কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের ঠিকাদার।

সরেজমিনে গিয়ে দেখা যায়,  হবিগঞ্জ সওজ বিভাগের কার্যসহকারী আব্দুল করীম স্বয়ং উপস্থিত থেকে কাজের তদারকি করছেন। কার্যসহকারী আব্দুল করীম এ প্রতিনিধি কে জানান, এ সমস্যা সৃষ্টি হয়েছে দোকান ঘরের টিনের চালের পানি পরে । দোকান ঘরের গাইড ওয়াল ধসে যাওয়ার ফলে এই ড্রেনের গাইড ওয়াল ধসে যায়।

তবে দোকানদার ও মালিকদের কে সাবধানতা অবলম্বন করার জন্য নির্দেশ দিব। আঞ্চলিক মহাসড়কের মোজাহার কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের সাইড ইঞ্জিনিয়ার  মিজানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান ,৩ বছর মেয়াদের কাজ যথাসময়ে কাজ শেষ করার জন্য কাজ করে যাচ্ছি তবে যেখানেই সমস্যা দেখা দিবে সেখানেই কাজ করে সমাধান করব।