হৃদয় হাসান শিশির, বানিয়াচং প্রতিনিধি || বানিয়াচংয়ে ব্রিজের কাজ সম্পুর্ন না হওয়ায় বিপাকে পড়ে এলাকার সাধারণ কৃষক সহ সকল জনগন। এতে দুর্ভোগে পড়েন এলাকার কৃষকেরা। চিন্তিত হয়ে পড়েন ফসল ঘরে তোলা নিয়ে। জনদুর্ভোগের এই বিষয়টি নিয়ে দৈনিক আমার হবিগগঞ্জে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে দ্রুত শুরু হয়ে ব্রিজের অসমাপ্ত কাজ। মাত্র ১৫ দিনেই পুরোপুরি মেরামত হয় ব্রিজটি। এতে স্বস্তি বোধ করছেন এলাকার সাধারণ কৃষক সহ সকল জন সাধারন।

ছবি : ব্রিজের বাম দিকের অংশটা অসমাপ্ত থাকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ডানের অংশটি সংবাদ প্রকাশের পর ব্রিজের কাজ সমাপ্ত করে কর্তৃপক্ষ
এ প্রসঙ্গে স্হানীয় একজন মুরুব্বির সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, এই ব্রিজের কাজ শুরু হওয়ার পরই করোনা ভাইরাস মহামারি আকার ধারন করে। তার পরই অসমাপ্ত থেকে যায় এই ব্রিজের কাজ। পত্রিকার এ নিয়ে সংবাদ বের হলে ব্রিজটি দ্রুত কাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি দৈনিক আমার হবিগঞ্জের সাংবাদিক ও ব্রিজের কাজের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।