দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর ভাঙ্গা রাস্তার সংস্কার কাজ শুরু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 8 August 2021

দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর ভাঙ্গা রাস্তার সংস্কার কাজ শুরু

Link Copied!

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ  :  নবীগঞ্জ – বানিয়াচং রাস্তার সংস্কার না হওয়ায় রাস্তায় খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। তাই চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন এই রাস্তাটি নিয়ে সংবাদ প্রকাশের দুই দিন পর গর্তের ভরাট শুরু।

এই বিষয়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় শনিবার (০৭ আগস্ট) ২০২১ইং তারিখে “ নবীগঞ্জ – বানিয়াচং রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনসাধারণের ভোগান্তি ” শিরোনামে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সজীব আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে রাস্তাটির গর্তের নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে ঐ এলাকাবাসী ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছে।

 

 

 

ছবি : সংবাদ প্রকাশের পর রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে

 

 

 

 

স্থানীয় হাবিবুর রহমান হাবিব জানান, দীর্ঘদিন দরে এই রাস্তাটি দিয়ে বিশাল গর্ত ছিল এতে আমাদের যাতায়াতে খুব সমস্যা হয়েছিলো এবং একটু বৃষ্টি হলেই কাঁদা সৃষ্টি হয়ে রাস্তাটি দিয়ে চলাচলে সমস্যা হতো।

 

বর্তমানে রাস্তাটির গর্ত সংস্কার হওয়ায় রাস্তাটি দিয়ে যাতায়াতে কোনো সমস্যা হবে না। বর্তমানে রাস্তাটির কাজ যে গতিতে শুরু হয়েছে সে গতিতে কাজ করা হলে আশা করি অতি দ্রুত কাজটি সমাপ্ত করা সম্ভব হবে। এতে স্থানীয় লোকজনের দুর্ভোগ হতে মুক্তি পাবে।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়