দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধার কাছে খাদ্য পৌছে দিলেন ইউএনও - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 April 2020

দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধার কাছে খাদ্য পৌছে দিলেন ইউএনও

Link Copied!

মোঃ খায়রুল ইসলাম সাব্বির : দৈনিক আমার হবিগঞ্জ এ প্রকাশ এর পর ইউএনও মোঃ শাখাওয়াত হোসেন রুবেল নিজে বৃদ্ধ মহিলা হালিম চাঁন এর বাড়ি তে খাবার পৌঁছে দিয়েছেন। এ যেন এক বড় মনের পরিচয় দিয়েছেন ইউএনও। বুধবার (২৯ এপ্রিল) বিকালে মহিলার বাড়িতে চাল,ডাল,আলু নিয়ে উপস্থিত ইউএনও শাখাওয়াত হোসেন রুবেল।  দীর্ঘ সময় উপস্থিত থেকে শুনেছেন হালিম চাঁন এর দুঃখ কষ্টের কথা। ইউএনও হালিম চান কে আশ্বাস দিয়েছেন খাবার নিয়ে কোন টেনশন করতে হবে না আমি নিজে এসে খোঁজ খবর নিয়ে খাদ্য সামগ্রী দিয়ে যাব।

ছবি : সেই শতবর্ষী বৃদ্ধা হালিম চাঁনের হাতে খাদ্য সাম্রগী তোলে দিচ্ছেন ইউএনও শাখাওয়াত হোসেন রুবেল।

হালিম চাঁন দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, আল্লাহ তায়ালা দূনিয়াতে এখন ও ভালো মানুষ জীবিত রেখেছেন বলে ই পৃথিবী এখন ও ধ্বংস হয় নাই। দোয়া করি সবার জন্য। ইউএনও মোঃ শাখাওয়াত হোসেন রুবেল দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, আমি বিশ্বে করতে পারিনি ১২৫ বছর এর একজন মহিলা এখন ও বেচেঁ আছেন।  দৈনিক আমার হবিগঞ্জ এর অনলাইন পেইজে সংবাদটি দেখা মাত্রই  আমি পৌছে যাই মহিলার বাড়িতে । সাথে নিয়ে যাই খাদ্য সামগ্রী। মানুষ এর দুঃখ কষ্টে জীবন যাপন তুলে ধরার জন্য দৈনিক আমার হবিগঞ্জ কে ধন্যবাদ জানিয়েছেন সদর উপজেলার ইউএনও মোঃ শাখাওয়াত হোসেন রুবেল।

রাজনীতি সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়