দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর : স্কুল ঘর বিক্রির টাকা ফেরত দিলেন আফিয়া খাতুন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 25 March 2021
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর : স্কুল ঘর বিক্রির টাকা ফেরত দিলেন আফিয়া খাতুন

Link Copied!

জালাল উদ্দিন লস্করঃ  উপজেলা শিক্ষা অফিসের অগোচরে বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর বিক্রি করে আলোচিত-সমালোচিত জগদীশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(চলতি দায়িত্ব) আফিয়া খাতুন ঘর বিক্রির টাকা সরকারী কোষাগারে জমা দিয়েছেন। গত মঙ্গলবার(২৩মার্চ)  ট্রেজারী চালান মারফত ২৩ হাজার টাকা জমা দিয়েছেন বলে উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান আমার হবিগঞ্জকে নিশ্চিত করেছেন।

 

 

ছবি : দৈনিক আমর হবিগঞ্জে প্রকাশ হওয়া সংবাদ

 

 

একই সংগে কারন দর্শানোর চিঠির জবাবে নিজের কর্মকান্ডের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনাও করেছেন।কারন দর্শানোর জবাবের প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বলেননি শিক্ষা কর্মকর্তা।

উল্লেখ্য গত ২০ মার্চ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায়  ‘মাধবপুরে প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতা,পরিত্যক্ত স্কুলঘর বিক্রির টাকার হদিস নেই” শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর এলাকাজুড়ে তোলপাড় তৈরী হয়।