বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশন এর কার্যালয় থেকে স্টিলের আলমিরাসহ মূল্যবান কাগজপত্র উধাও হওয়া নিয়ে গত ১১ ডিসেম্বর রোজ শুক্রবার দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্সনে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি প্রকাশের পর সেই আলমিরা হজম করতে না পেরে অবশেষে ফেরত দিয়েছেন বানিয়াচং উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মডেল কেয়ারটেকার ও বর্তমানে নবীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মডেল কেয়ারটেকার আশিকুল ইসলাম। আলমিরা ফেরত দেয়ার বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জকে নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সোলায়মান মিয়া।

ছবি : বানিয়াচং ইফা’র সাবেক মডেল কেয়ারটেকার আশিকুল ইসলাম
সংবাদ প্রকাশের পরদিন আশিক সেই আলমিরা তড়িঘড়ি করে ফেরত দিয়েছেন বলেও তিনি জানান। গত বুধবার (৯ ডিসেম্বর) বানিয়াচংয়ে ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষকদের বেতনশীটে স্বাক্ষরের নিমিত্তে সমন্বয় সভা ছিল। প্রয়োজনীয় কাজ শেষে দুপুরে উপজেলা কার্যালয়ে গেলে ফিল্ড সুপার ভাইজার মো: সুলায়মান ও নবনিযুক্ত মডেল কেয়ারটেকার মোঃ কয়েছ আহমেদ মাহদিসহ শিক্ষকগণ এসে দেখতে পান স্টিলের আলমিরা নেই। এসময় অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসা করলে সাবেক মডেল কেয়ারটেকার আশিকুল ইসলাম নিয়েছেন বলে তারা জানায়। এসময় ফিল্ড সুপারভাইজার সাবেক মডেল কেয়ারটেকারকে কার্যালয়ের সরকারি আলমিরা নেওয়ার জন্য ভৎসনা করেন এবং ৩/৪ দিনের মধ্যে অক্ষতবস্থায় আলমিরাটি ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন, সাবেক মডেল কেয়ারটেকার আশিক এতদিন যাবত নিয়ন-নীতির তোয়াক্কা না করেই খামখেয়ালিপনা ভাবে অফিস চালিয়েছেন। অথচ ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফাউন্ডেশন এর সকল সুযোগ-সুবিধা অসহায় আলেম-উলামাদের জন্য। কিন্তু ফাউন্ডেশন এর অধিকাংশ সুযোগ-সুবিধা এতদিন যাবত আশিক এবং তার অন্যায় কাজের দোসর কিছু শিক্ষকরা নিয়েছেন। এসব অন্যায় কাজের বাধা প্রদান করলেই শিক্ষকদের সে নানা হেনস্থাসহ কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে চাকুরিচ্যুৎ করতেও দ্বিধা করতো না।
উল্লেখ্য,ইসলামিক ফাউন্ডেশন বানিয়াচং উপজেলা সাবেক মডেল কেয়ারটেকার আশিকুল ইসলামের বিরুদ্ধে অফিস ফাঁকি, ইউএনও’র স্বাক্ষর ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে নিজের স্ত্রীকে চাকুরী পাইয়ে দেয়া, জাল সার্টিফিকেটে চাকুরী করা,ভূয়া সমিতির নামে লাখ লাখ টাকা আতœসাত,ইকরা গণগ্রন্থাগার দেখিয়ে বহু বরাদ্দ পেঠে খজম করে নেয়াসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে আমার হবিগঞ্জ পত্রিকায় পর পর কয়েকটি সংবাদ প্রকাশ হয়।
এসব অনিয়মের সংবাদ আমলে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে হবিগঞ্জ ইফা কার্যালয়। তদন্তে অনিয়মের সংবাদের সত্যতা পেয়ে অবশেষে আশিককে নবীগঞ্জ উপজেলায় বদলী করা হয়েছে। এসব অভিযোগ ইফা’র জেলা কার্যালয় এবং বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তদন্ত হচ্ছে।