স্টাফ রিপোর্টার : বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আশিকুল ইসলামের বিরুদ্ধে উঠা নানা অনিয়মের অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে পার্শ্ববর্তী উপজেলা নবীগঞ্জ বদলি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ইফা’র হিসাবরক্ষণ কর্মকর্তা ও তদন্তকারী দলের সদস্য মাজেদুল হোসেন। দৈনিক আমার হবিগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
মাজেদুল হোসেন আরো জানান,ইফার কেয়ারটেকার আশিকের দায়িত্ব অবহেলা তথা ঠিক মতো অফিসে না আসার বিষয়টি আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি। তাই তাকে বদলি করা হয়েছে। অন্যদিকে ফাজিল পরীক্ষার মূল ও মৌলানা পাশের সনদ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। সেটা তারা পরবর্তীতে দেখবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে মাজেদুল হোসেন দৈনিক আমার হবিগঞ্জকে জানান, ফাজিল পাশের মূল সনদ সে শায়েস্তাগঞ্জের একটি মাদ্রাসা থেকে এনে জমা দিয়েছে। তবে সেটা অনলাইনে আছে কিনা এখনো দেখা হয়নি। শুধুমাত্র আমাদের অফিস সংশ্রিষ্ট বিষয়গুলো আমরা খতিয়ে দেখেছি। অন্যগুলো আামদের বিষয় না ।

ছবি : বদলিকৃত মডেল কেযারটেকার আশিকের ফাইল ছবি
অন্যদিকে ইফা’র কেয়ারটেকার আশিকের বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ ও দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো হবিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের নজরে আসলে তিনি বিষয়টি হবিগঞ্জ জেলার ইফা’র উপপরিচালক শাহ নজরুল ইসলামকে বিষয়গুলো খতিয়ে দেখে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশান দিয়েছিলেন। এমনি তদন্ত চলাকালীন সময়ে আশিককে তার কেয়ারটেকার পদ থেকে সরিয়ে তদন্ত করার জন্যও বলেছিলেন এমপি মজিদ খান।
কিন্তু এমপি মহোদয়ের এই নির্দেশনাকে উপেক্ষা করে উপপরিচালক তার মনের মতো লোক দিয়ে নামকাওয়াস্তে একটি কমিটি গঠন করে দেন তিনি। এরই প্রেক্ষিতে আশিকের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত করে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন জেলা ইফা’র উপপরিচালক শাহ নজরুল ইসলাম। এই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়।
মজার বিষয় হলো মাত্র তিন কার্যদিবসের ভিতরেই এই কমিটির সদস্যরা তড়িঘড়ি করে তাদের তদন্ত কাজ শেষ করে ফেলেছেন। এমনকি তদন্ত চালকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কোনো ধরণের সাহায্য সহায়তা নেয়নি তদন্ত কমিটি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সাথে কথা হলে তিনি জানান,এই মডেল কেয়ারটেকারের যাবতীয় কাগজপত্রগুলো আমার কাছে নিয়ে আসার জন্য ইফা’র ডিডিকে বলেছিলাম কিন্তু তারা এখন পর্যন্ত তা আমার কাছে জমা করেন নি।
বিস্তারিত জানতে ইসলামিক ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলার উপপরিচালক শাহ নজরুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করা হলে বারবার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি।
উল্লেখ্য,বানিয়াচং ইসলামিক ফাইন্ডেশনের মডেল কেয়ারটেকার আশিকুল ইসলামের বিরুদ্ধে সনদ জালিয়াতি,ইউএনও’র সই ছাড়া চাকরি প্রদান,নিরাপদ মাল্টিপারপাস সমিতির নামে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে আত্নসাত,ইকরা গণগ্রন্থাগারের উন্নয়ন বাবদ মোটা অংকের অনুদান নিয়ে আত্নসাতসহ নানা অনিয়ম নিয়ে দৈনিক আমার হবিগঞ্জ ও দৈনিক সমকাল পত্রিকায় পরপর তিনটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদগুলো প্রকাশের পর জেলাসহ বানিয়াচং উপজেলা জুড়ে তুমূল রসালো আলোচনার সৃষ্টি হয়। অন্যদিকে সংবাদ দেখে প্রশাসনসহ নড়েচড়ে বসে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।