দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর মেরামত হল বানিয়াচঙ্গে ব্রিজের সংযোগ রাস্তা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 19 August 2020
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর মেরামত হল বানিয়াচঙ্গে ব্রিজের সংযোগ রাস্তা

অনলাইন এডিটর
August 19, 2020 2:44 am
Link Copied!

 

ছবি: ব্রিজের পুর্বের অবস্থা ও বর্তমান অবস্থা।

 

শিশির, বানিয়াচং : দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের পর রাস্তাটি গত শুক্রবার (১৪ আগস্ট) মেরামত হল বানিয়াচঙ্গে ব্রিজের সংযোগ রাস্তা। বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদের আমীরখানি বিজয় নগর এর পাশে একটি ব্রিজের সংযোগ স্থলে রাস্তাটির এমন বেহাল অবস্থা হয়ে ছিল যাতায়াত করতে পারছিল না এলাকার সাধারণ জনগন সহ সকল ধরনের যানবাহন।

এতে দুর্ভোগে পরেছিল এলাকার সাধারণ জনগন সহ সকল ধরনের গাড়ি চালকেরা। যদিও এই রাস্তাটি বানিয়াচং আজমিরীগঞ্জ শরিফ উদ্দিন মহাসড়কের সংযোগ স্থল। বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জ এর বানিয়াচং প্রতিনিধির চোখে পরলে গত কয়েক দিন আগে (বানিয়াচঙ্গের ব্রিজের সংযোগ স্থলে তৈরি হয়েছে মৃত্যু কুপ) শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর মেরামত হল এই রাস্তা। এতে স্বস্তি বোধ করছেন এলাকার সকল সচেতন মহল। কারন রাস্তাটি মেরামত হওয়ায় সঠিক ভাবে চলাচল করতে পারছে সাধারণ জনগন সহ সকল ধরনের যানবাহন।

বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশ করায় এলাকার সকল সচেতন মহল দৈনিক আমার হবিগঞ্জ এর সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।