'দৈনিক আমার হবিগঞ্জে' সংবাদ প্রকাশের ১২'ঘন্টার মধ্যে অবহেলিত বিদ্যুতের ঝুঁকিপূর্ন খুঁটি মেরামত করলো বিদ্যুৎ কর্তৃপক্ষ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 9 August 2020
আজকের সর্বশেষ সবখবর

‘দৈনিক আমার হবিগঞ্জে’ সংবাদ প্রকাশের ১২’ঘন্টার মধ্যে অবহেলিত বিদ্যুতের ঝুঁকিপূর্ন খুঁটি মেরামত করলো বিদ্যুৎ কর্তৃপক্ষ

Link Copied!

ছবি: পুর্বের ঝুঁকিপূর্ন বিদ্যুতের খুঁটি ও মেরামত করা বর্তমান খুঁটি।

 

জি কে ইউসুফ : শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিদ্যুৎ এর খুঁটির গোড়ায় ভেঙ্গে আছে প্রায় ২ মাস যাবৎ দেখার যেন নেই কেউ রবিবার (৯ আগস্ট) “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকার অনলাইন ভার্সনে এ রকম শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর ১২ ঘন্টার ভিতরে মেরামত করে দেওয়া হয় সেই অবহেলিত বিদ্যুৎ এর খুঁটি। তবে কর্মকর্তারা জানান সিমেন্ট দিয়ে যদি দীর্ঘস্থায়ী না হয় তাহলে পরবর্তীতে এই খুঁটি সরিয়ে নতুনভাবে আরেকটি খুঁটি দেওয়া হবে।

রবিবার (৯ আগস্ট) সকালে এ বিষয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এর সাথে কথা বললে তিনি আশ্বাস দিয়েছিলেন, এবং ঠিক ১২ ঘন্টার ভিতরে সিভিল ইঞ্জিনিয়ার সজিব পালের নেতৃত্বে একটি টিম পাঠিয়ে ঝুঁকিপূর্ণ খুটিটি মেরামত সম্পন্ন করেছেন।

আবারো হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার এর সাথে যোগাযোগ করলে তিনি “দৈনিক আমার হবিগঞ্জ” কে বলেন, এই অবহেলিত খুঁটি নিয়ে প্রতিবেদন না করলে হয় তো আমরা জানতাম না, এতে ঘটতে পারতো বড় ধরনের দূর্ঘটনা, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার আমি নিয়মিত পাঠক, এটি একটি সত্য এবং নিরপেক্ষ সংবাদ মাধ্যম।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জলিল এবং ঔ এলাকার বাসিন্দা মোঃ সোহাগ মিয়া জানান “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকায় সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ মেরামত করে দিয়েছে। হয়তো আমরা এই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। আমরা দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সাফল্য কামনা করি।