আব্দুল হাই চৌধুরী সানু।। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার শুরু ও ষোলতম সংখ্যাতে পত্রিকাটির নিকট পাঠক প্রত্যাশার বিষয়ে আলোকপাত করেছিলাম। অনেকগুলো প্রত্যাশার মাঝে সামাজিক বিভিন্ন অসংগতির খবর বেশী করে প্রদানের কথা উল্লেখ করেছিলাম। পত্রিকাটি ইতোমধ্যে একমাস অতিবাহিত করেছে। পাঠকের সকল প্রত্যাশা হয়তো এতো অল্পসময়ে পূরন করা এতো সহজ নয়। তবে পত্রিকাটি ইতোমধ্যে পাঠক প্রত্যাশা পূরনে আপ্রান চেষ্টা করছে বলেই প্রতিয়মান হচ্ছে। সামাজিক অসংগতি বিশেষ করে দূর্নীতি বিরোধী অবস্থানে পত্রিকাটি যে দৃঢ় অবস্থান নিয়েছে তা ইতোমধ্যে লক্ষ করা যাচ্ছে।
দূর্নীতিকে আমরা সাধারনতঃ একটি সামাজিক ব্যাধি হিসাবে জানি। শাব্দিক অর্থে দূর্নীতি বলতে বুঝায় অবিশুদ্ধতা; পাপ; নৈতিক অবনত হওয়াকে। উইকিপিডিয়াতে তে দূর্নীতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, Corruption is a form of dishonesty or criminal offense undertaken by a person or organization entrusted with a position of authority. উক্ত সংজ্ঞাকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে, দূর্নীতি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয় পর্যায়ে হতে পারে। আবার দূর্নীতি যে শুধু আর্থিক বিষয়ের সাথে জড়িত তাও ঠিক নয়। কারণ দেখা যাচ্ছে যে, উইকিপিডিয়ার সংজ্ঞাতে কোথাও অর্থ কথাটি উল্লেখ করা হয়নি। তার মানে বিষয়টা দাঁড়ালো যে, অর্থ আত্মসাৎ ছাড়াও দূর্নীতি হতে পারে। যেমনঃ আশ্রয় প্রশ্রয় দিয়ে দূর্নীতিকে উৎসাহিত করা যা সাধারনতঃ রাজনৈতিক ছত্রছায়ায় বেশী হয়ে থাকে।
বাংলাদেশের প্রেক্ষিতে দূর্নীতির ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করলে প্রথমেই বলতে হয় বঙ্গবন্ধুর সময়ের সেই কম্বল চুরির কথা। তারপর বিভিন্ন সময় বিরাজনীতিকরণ প্রক্রিয়ায় দূর্নীতি ডাল-পালা মেলেছে। অতঃপর গনতান্ত্রিক শাসন আমলেও ভোটের রাজনীতির হিসাব কষতে গিয়েও অনেক সময় রাস্ট্রীয় পৃষ্টপোষকতায় দূর্নীতি ছড়িয়ে পড়েছে। তবে প্রাতিষ্ঠানিক দূর্নীতি বন্ধের জন্য আশির দশকে দুর্নীতি দমন ব্যুরো ও পরবর্তিতে দূর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। কিন্তু তারপরও দূর্নীতি ছড়িয়ে পড়েছে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে। একপর্যায়ে সাম্প্রতিককালে মাননীয় প্রধানমন্ত্রীকেও বলতে শুনা যায় যে, দূর্নীতি না হলে দেশ আরও অনেক এগিয়ে যেতো এবং এ কারনেই তিনি বিভিন্ন সময় দূর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করেছেন। কিন্তু দূর্নীতি দমন কমিশনের কার্যক্রম ও এ ধরনের দূর্নীতি বিরোধী অভিযান কতটুকু কার্যকর তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
মূল কথা হলো, দূর্নীতি যে দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা তা আর বলার অপেক্ষা রাখেনা। আর জাতীয় পর্যায়ের দূর্নীতির ডালপালা তো স্থানীয় পর্যায়ে অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত। সামাজিক অসমতা সৃষ্টি করতে বড় ভূমিকা এই দুর্নীতি। কিছুমানুষ দুর্নীতির মাধ্যমে হঠাৎ অর্থ-বিত্তের মালিক হয়ে সামাজিক ভারসাম্য নষ্ট করছে। তাই প্রশ্ন আসতে পারে এতোবড় একটি সমস্যার সমাধানে স্থানীয় পত্রিকা হিসাবে দৈনিক আমার হবিগঞ্জ কি ভূমিকা রাখতে পারে এবং কিভাবে রাখতে পারে। মূলতঃ এ বিষয়টি নিয়ে আলোচনার জন্যই এই লেখার অবতারণা।
জাতীয় পর্যায়ে দুর্নীতির ডামাডোল থাকলেও হবিগঞ্জ জেলায় দূর্নীতির মাত্রা তেমনভাবে পরিলক্ষিত ছিলনা। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ হবিগঞ্জ জেলাও প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক দূর্নীতিতে জড়িয়ে পড়েছে বলেই প্রতিয়মান হচ্ছে। যার সর্বশেষ প্রমাণ শেখ হাসিনা মেডিকেল কলেজের মালামাল ক্রয়ের দূনীর্তি যা জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে কয়েকদিনের খবরের খোরাক জুগিয়েছে। কিছু রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীর আংগুল ফুলে কলাগাছ হওয়ার খবরও পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে যা জেলার জনসাধারনের কাছেও দৃশ্যমান হচ্ছে। জেলার বিভিন্ন সরকারী দপ্তরের দূর্নীতির খবরও মাঝে মাঝে প্রকাশিত হয়েছে। এ ছাড়া পত্রিকার পাতায় প্রকাশ হওয়া ছাড়াও বিভিন্ন ধরনের দূর্নীতির খবর বিভিন্ন সময়ে শহরের মানুষের মুখেমুখে থাকে। হবিগঞ্জের হাতেগোনা কয়েকজন দক্ষ প্রবীন ও উদীয়মান তরুণ সাংবাদিকের ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে উক্ত সংবাদগুলি হবিগঞ্জবাসী জানতে পেরেছে। কিন্তু স্থানীয় পত্রিকাগুলোর এ সংক্রান্ত ভুমিকা পাঠক মহলে স্বস্থির জায়গা তৈরী করতে পারেনি। অনেক সময় দেখা গেছে দূর্নীতি সংক্রান্ত সংবাদ জাতীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পর স্থানীয় পত্রিকায় কপি করে প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে দেখা যাচ্ছে যে, প্রকাশের পর থেকেই দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা দূর্নীতি বিরোধী অনেকগুলো সাহসী সংবাদ পরিবেশন করেছে। যেমন ঃ ১৪ই এপ্রিল ১ম বর্ষ ১ম সংখ্যার শেষের পাতায় একজন ইউপি চেয়ারম্যান এর ত্রাণের মালামাল আত্মসাৎ ও একই দিনে বানিয়াচং উপজেলার একজন ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতার অপকর্মের চিত্র ও পরের দিন ফলোআপ হিসাবে লীড নিউজ এবং তার ব্যাপারে জেলা সাধারন সম্পাদকের মতামত সহ প্রতিবেদনটি খুবই প্রসংশনীয়। গত ২২ শে এপ্রিল ১ম বর্ষ ৯ম সংখ্যার শেষের পাতায় জেলা ছাত্রলীগের সভাপতির এগারো মাস বাড়ী ভাড়া না দেওয়া সংক্রান্ত সংবাদ এবং তদপরবর্তী ফলোআপ সহ বিষয়টি আপোস নিষ্পত্তি পর্যন্ত প্রদত্ত সংবাদটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও সাহসী রাজনৈতিক প্রশ্রয়ের দূর্নীতির সংবাদ। গত ১৪ মে ১ম বর্ষ ৩০ তম সংখ্যার শায়েস্থাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের রাজনৈতিক প্রশ্রয়ের দূর্নীতির প্রতিবেদন । গত ৯ মে ১ম বর্ষ ২৫তম সংখ্যার নূরপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাতের খবর ও তার ধারাবাহিক ফলোআপ প্রতিবেদন। নবীগঞ্জের উপজেলা আওয়মী লীগ সভাপতি ও প্রভাবশালী চেয়ারম্যান কর্তৃক ত্রাণের কার্ড ছিড়ে ফেলা ও একজন ডিলারের বিরুদ্ধে ভূয়া টিপসই দিয়ে ত্রাণের চাল আত্মসাৎ, গত ১১ মে ১ম বর্ষ ২৭তম সংখ্যার নূরপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে বড় হুজুরের আর্শিবাদে বিভিন্ন অনিয়মের অজানা কাহিনীর খবর ও তার ধারাবাহিক ফলোআপ প্রতিবেদন । গত ১২ মে ১ম বর্ষ ২৮তম সংখ্যার বানিয়াচং উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতা বাবুর দূর্নীতি ও অনিয়মের খবর ও তার ধারাবাহিক ফলোআপ প্রতিবেদন। গত ১৪ মে ১ম বর্ষ ৩০তম সংখ্যার দূর্নীতির সিন্ডিকেট জালালাবাদ গ্যাস অফিস, পর্দার আড়ালে চলছে অবৈধ বানিজ্য সংবাদটি নিঃসন্দেহে দুর্নীতি বিরোধী সংবাদ। এগুলি ছাড়াও এ দুর্নীতি সংক্রান্ত আরও কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ সকল দূর্নীতি বিরোধী সংবাদ প্রকাশ নিঃসন্দেহে পাঠক মহলে পত্রিকাটির গ্রহনযোগ্যতা বাড়িয়ে তুলছে। সচেতন পাঠক মহল মানেই এ ধরনের সংবাদের অপেক্ষায় থাকেন। কারণ পাঠক মহলের একটা বিরাট অংশ পরিবেশ পরিস্থিতির কারণে এ সকল দূর্নীতির বিরুদ্ধে মতামত প্রকাশ করতে পারেন না। এ ক্ষেত্রে পত্রিকাটি তাদের মনের ভাব প্রকাশের মাধ্যমে পাঠকের মুখপাত্র হওয়ার সুযোগ নিতে পারে বলে মনে করা যায়।
দূর্নীতিবাজরা এখন আর আইন শৃংখলাবাহিনী বা দূর্নীতি দমন কমিশনকে ভয় পায়না। কারন আইনশৃংখলা বাহিনী বা দূর্নীতি দমন কমিশনকে কিভাবে এড়ানো যায় তা তাদের জানা আছে। কিন্তু পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে তারা সামাজিকভাবে সাংঘাতিক হেয় প্রতিপন্ন হয়। এ সামাজিক চাপটা তারা অনেক সময় নিতে পারেনা। এ ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরেজমিন অনুসন্ধানমূলক প্রক্রিয়ায় উপযুক্ত তথ্য উপাত্তসহ প্রতিবেদন প্রকাশ করতে হবে। তাহলে প্রতিবেদনের বিশ^াস যোগ্যতা তৈরী হবে এবং পত্রিকার ভাবমূর্তি উজ্জ্বল হবে। নিরপেক্ষ ও সুষ্টুভাবে আমার হবিগঞ্জ পত্রিকাটি যদি দূর্নীতি বিরোধী এ ধরনের প্রতিবেদন নিয়মিত প্রকাশ করতে থাকে তাহলে হবিগঞ্জ জেলায় এর ব্যাপক সুপ্রভাব অচিরেই পরিলক্ষিত হবে এবং এই প্রক্রিয়ায় এই ধরনের কাজের ধারাবাহিকতায় দূর্নীতিতে নিমজ্জিত আমাদের এই সমাজ ব্যবস্থায় একটা আশার আলো দেখা যাবে যা ধীরে ধীরে আলোকিত করবে আমাদের প্রিয় হবিগঞ্জ তথা বাংলাদেশকে।
তবে এখানে ভয়ের ব্যাপারও আছে। সর্ষের মাঝে যেমন ভূত থাকে তেমনি আমাদের সাংবাদিকদের মধ্যেও অসৎ সাংবাদিক রয়েছে। আর হলুদ সাংবাদিকতা নামে এক ধরনের সাংবাদিকতা তো দীর্ঘদিন যাবৎ চলে আসছে। দূর্নীতি বিরোধী সংবাদ প্রচারের আড়ালে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার কোন সাংবাদিক যাতে এ ধরনের কোন অপকর্মে জড়িয়ে না পরে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আর এ রকম হলে আশার আলো আবার অন্ধকারে নিমজ্জিত হবে।
দূর্নীতি বিরোধী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দৈনিক আমার হবিগঞ্জ পাঠক হৃদয়ে অন্য মাত্রার স্থান করে নিবে এই প্রত্যাশা করি।