সলিল বরণ দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় এসএনপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ছাদ ঢালাইয়ে অনিয়মের অভিযোগ’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি দৃষ্টিগোচর হলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল এর নির্দেশে স্থানীয় চেয়ারম্যানকে ভবনের কাজ পরির্দশন করে কাজ বন্ধ রাখার জন্য ঠিকাদারকে নির্দেশনা দিয়েছেন।
ঘটনার বিবরনে উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বাল্লা, জগন্নাথপুরের এসএনপি উচ্চ বিদ্যালয়ে কয়েকদিন পূর্বে বিল্ডিংয়ের বৃষ্ঠির মধ্যে ছাদ ঢালাই সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিও ও ছবিতে দেখা গেছে বৃষ্টির মধ্যেই ধাপে ধাপে ছাদ ঢালাই করা হচ্ছে। বৃষ্টির পানিতে সিমেন্ট ভেসে যাওয়াতে কংক্রিট দেখা যাচ্ছে।
অনুজ রাজ নামক এক ব্যক্তি তার ফেইসবুকে ভিডিওটি শেয়ার করে স্থানীয় এমপি দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী ও ইউএনও নবীগঞ্জ’কে ট্যাগ করে তাঁদের সুদৃষ্টি কামনা করেন। স্টাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা ঝড় উঠে । এই বিষয়ে গতকাল শুক্রবার একটি সংবাদ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় ছাপা হওয়ার পর বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হলে তিনি স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি দেখার নির্দেশ দিলে তিনি ভবনের ঢালাইয়ের কাজ পরিদর্শন করে ঠিকাদারকে বিষয়টি তদন্ত শেষ হওয়ার পূর্বে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
এব্যাপারে ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও শিক্ষাপ্রতিষ্ঠানের এসএমসি কমিটির সদস্য সত্যজিৎ দাশ বলেন, বিদ্যালয়টির ভবন নির্মাণকাজের অনিয়মের বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় আসার খবরে ইউএনও স্যারের নির্দেশে ছাঁদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করে কাজ বন্ধ রাখতে বলি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল কাজ বন্ধ করে দেয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, অনিয়মের অভিযোগ পেয়ে তিনি স্থানীয় চেয়ারম্যানকে সরেজমিন পাঠালে তিনি পরিদর্শন করে ছাঁদ ঢালাইয়ের অনিয়মের সত্যতা পান। এজন্য কাজ সাময়িক ভাবে বন্ধ রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকদের নির্দেশনা দিয়েছেন। একই সাথে শিক্ষা প্রকৌশলী বিভাগের সাথে যোগাযোগ করে এব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।