"দৈনিক আমার হবিগঞ্জ"এ সংবাদ প্রকাশের পর অসহায় জেলে'কে নৌকা উপহার দিলেন ইউএনও মাসুদ রানা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 July 2020
আজকের সর্বশেষ সবখবর

“দৈনিক আমার হবিগঞ্জ”এ সংবাদ প্রকাশের পর অসহায় জেলে’কে নৌকা উপহার দিলেন ইউএনও মাসুদ রানা।

Link Copied!

 

বানিয়াচং প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে নাহ? হ্যা, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের একটু সহানুভূতি’ই বদলে দিতে সাহায্য করবে অসহায় তাবেদুর রহমানের দুর্দশা।

করোনা মহামারীতে সবার মত’ই কর্মহীন হয়ে পড়েন বানিয়াচং উপজেলার কুতুবখানী গ্রা‌মের তাবেদুর মিয়া। কর্মহীন হয়ে পড়ায় সংসার চালাতে তিনি মাছ ধরা শুরু করেছিলেন। কিন্তু নৌকার অভাবে তিনি ঠিকভাবে মাছ ধরতে পারছিলেন না। গত ১১ জুলাই “দৈনিক আমার হবিগঞ্জ”এ ‘ছোট একটি নৌকা চান বানিয়াচংয়ের দিনমজুর তাবেদুর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এতে প্রশাসনসহ সমাজের বিত্তবানদের কাছে একটি নৌকা চান তাবেদুর মিয়া।

সংবাদটি বানিয়াচঙ্গের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার নজরে আসে। সংবাদ প্রকাশের মাত্র ১২ ঘন্টার মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দেন ইউএনও মাসুদ রানা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাবেদুর মিয়াকে তার অফিসে ডেকে পাঠান ইউএনও মাসুদ রানা। তাবেদুর মিয়াকে একটি নৌকা উপহার দেন তিনি। নৌকা এবং ত্রাণ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাবেদুর মিয়া। ইউএনও মাসুদ রানাকে ধন্যবাদ দেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিষয়ে জানতে চাইলে ইউএনও জনাব মাসুদ রানা বলেন, নৌকা না থাকায় টিন দিয়ে নৌকা বানিয়ে তাবেদুর রহমান মাছ ধরে পরিবারের ভরণ পোষণ করার সংবাদটি “দৈনিক আমার হবিগঞ্জ” দেখে আমি আবেগাপ্লুত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে উনাকে নৌকাটি উপহার দিলাম। সাথে মাছ ধরার সরঞ্জামের জন্য ১ হাজার টাকা দিলাম। যাতে তাবেদুর রহমান মাছ ধরে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে।

তাছাড়া এমন সংবাদ প্রকাশের জন্য সাংবাদিক’দের ধন্যবাদ জানান তিনি।