স্টাফ রিপোর্টার : গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং খাদ্য বান্ধব চাল এর ডিলার মাসুক ভাণ্ডারীর উপর ভিজিডির চাল আত্মসাৎ এর অভিযোগের ভিত্তিতে “দৈনিক আমার হবিগঞ্জে” একটি সংবাদ প্রকাশিত হয়।
“দৈনিক আমার হবিগঞ্জ” এর অনুসন্ধানে পাওয়া যায় খাদ্য বান্ধব চাল এর লিস্ট, পাওয়া যায় সব ভুক্তভোগী দের কে কিন্তু তারা নিজেরাই জানেনা, তাদের নামে খাদ্য বান্ধব ১০ টাকা কেজি দাম এর চাল এর কার্ড রয়েছে, হয় তো জানতেও পারত না এই অসহায় মানুষ এরা। লিস্ট দেখে বেরিয়ে আসে আসল ঘটনা দুই দুর্নীতিবাজ দের কাছে শুধু ভুক্তভোগীর প্রতারিত হচ্ছেন না, নাম এবং পিতার নাম পরিবর্তন করে গ্রাম বা ওয়ার্ড এর নাম ব্যবহার না করেই,খাদ্য বান্ধব লিস্ট অনুযায়ী ক্রমিক নং ৬০৬ থেকে ৬৬৫ নং পর্যন্ত ব্যবহার করা হয়েছে ৩৬১৪৪৪৭১৮ এই এনআইডি নাম্বার,একই নাম একই এনআইডি কার্ড ব্যবহার করা হয়েছে একাধিক বার। ১০ থেকে ১২ জন মৃত ব্যক্তির নামে তুলা হচ্ছে চাল, কম বেশি পরিচিত মৃত সাবুনি রবি দাশ তার নামে ও উঠানো হচ্ছে চাল।
এব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন (ইউএনও) সুমি আক্তার বলেছিলেন, প্যানেল চেয়ারম্যান এবং ডিলার এর বিরুদ্ধে লিখিত অভিযোগ আসলে তদন্ত অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং তিনি বিষয় টি খতিয়ে দেখবেন বলে জানিয়ে ছিলেন।
“দৈনিক আমার হবিগঞ্জে” সংবাদ প্রকাশ এর পর মুখ খুলতে শুরু করেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানান, প্যানেল চেয়ারম্যান এবং ডিলার এর দুর্নীতির গোমর ফাঁস হয়ে গেলে বিষয় টি ধামা চাপা দেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ রাখতে চেষ্টা চালান তিনি, কিন্তু তাদের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছেন নুরপুর এলাকাবাসী, চাল আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান এবং ডিলার এর বিরুদ্ধে তদন্ত এবং ব্যবস্থা গ্রহণ এর জন্য গ্রামবাসীর পক্ষ থেকে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
প্যানেল চেয়ারম্যান এর সাথে কথা বললে তিনি জানান, ভিজিডি কার্ড বা চাল উঠানোর ব্যাপরে আমি অবগত নই , ডিলার সৈয়দ মাসুক ভান্ডারী সব ভাল বলতে পারবে, তিনি আরো বলেন এই সব মিথ্যা এবং সাজানো,আমি এবং আমার ডিলার কে হেনস্তা করার জন্য নাটক সাজনো হচ্ছে বলে লাইন কেটে দিয়েছেন। পরবর্তীতে চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে, লেখক, গায়ক, সাংবাদিক, অলিপুর যোগাযোগ ট্রান্সপোর্ট এর মালিক, খাদ্য বান্ধব চাল এর ডিলার সৈয়দ এম এ মাসুক ভান্ডারির সাথে যোগাযোগ করলে, পরিচয় জানতে চান তিনি “আমার হবিগঞ্জ” প্রতিনিধির পরিচয় দিলে, লাইন কেটে ফোন বন্ধ করে দেন তিনি।