সারা দেশের বিভিন্ন জেলায় রাসেলস ভাইপার সাপ যেন এক নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে। গত কয়েক মাস ধরে এই বিষধর সাপটি নিয়ে ফেসবুকসহ নানা মাধ্যমে নেতিবাচক খবর দেখা যাচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও এই সাপের কারণে মানুষ মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যে সাপ চরাঞ্চলসহ জনমানবহীন এলাকায় থাকার কথা, সেই সাপ লোকালয়ে বেশি দেখা যাওয়ার খবরে উদ্বেগের কারণ হচ্ছে বলে অনেকেই উল্লেখ করেছেন। কয়েক দিন আগে ভোলার এক বাড়িতে রাসেলস ভাইপারের বসবাস করার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সারাদেশে ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে বিষধর সাপটি। সম্প্রতি রাসেল ভাইপার সাপের অস্তিত্ব মিলেছে দেশের ২৫ জেলায়। ভোলার দৌলতখানে বসতঘর থেকে বিষধর সাপ রাসেলস ভাইপার উদ্ধার হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজং বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া নামে পরিচিত সাপ ধরা হয়েছে। অন্যদিকে ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের আগজেঠাই কাঁচা রাজাপুর গ্রামের তহিরন নেছা নামে এক নারী সাপের ছোবলে মৃত্যু হয়েছে।
তবে হবিগঞ্জের তথা সিলেট বিভাগের কোন জায়গায় বিষধর রাসেল ভাইপার সাপের অস্তিত্ব লক্ষ্য করা যায়নি। হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা জানান, হবিগঞ্জে এ জাতীয় সাপ আছে বলে এখন পর্যন্ত জানা যায়নি। এমন তথ্য পাওয়া জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে।