মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে : বাংলাদেশের বড় একটা প্রতিভা/ঐতিহ্য আর্ট শিল্প।এক সময় এই শিল্পের প্রচুর মান থাকলে ও বর্তমানে ডিজিটাল মেশিনের কারণে বেকার হয়ে যাচ্ছে অনেক হাতে কাজ করা শিল্পীর কাজ। বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশ জুড়ে চলছে লক ডাউন। ফার্মেসী ২৪ ঘন্টা খোলা রাখার নির্দেশ থাকলে ও খাদ্য সামগ্রী খোলা থাকে নির্ধারিত একটা সময় নিয়ে। আবার কোথাও সারাদিনের জন্য লক ডাউন ঘোষণা করা হয়েছে পরিস্থিতির উপর ভিত্তি করে।
এ মহামারি মোকাবিলা করতে লক ডাউন দেওয়ায় মধ্যবিত্ত শ্রমজীবীরা পরেছেন চরম বিপাকে। না পারছেন কাজে যেতে না পাচ্ছেন সরকারি কোনো অনুদান আবার না পারছেন কারো কাছে হাত পাততে। আর এই পরিস্থিতির স্বীকার হচ্ছেন বাংলাদেশের সব আর্টিস্টরা। তারা আজ গৃহবন্দী হয়ে অসহায়ের মতো বিবি বাচ্চাদের নিয়ে ডুকরে ডুকরে কাঁদছেন। ঢাকার এক প্রবীণ আর্টিস্ট জিল্লুর রহমান সীমান্ত তার নিজ উদ্যোগে সবেমাত্র “তৃণমূল কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন” নামে একটা সংগঠন করার প্রস্তুতি নিচ্ছিলেন সরকারের সহযোগিতায় কিভাবে দেশের আর্টিস্টদের একসাথে করে ঝরে পড়া আর্টিস্টদের পাশে দাঁড়ানো যায় এবং অসহায় অসচ্ছল আর্টিস্টদের সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তুলা যায় ঠিক সেই সময় শুরু হয় করোনা নামের প্রাণঘাতী মহামারী।
এখন এই সংগঠন সহ সংগঠনের বাইরের যত আর্টিস্ট আছে সবাই নির্বাক জীবন যাপন করছেন। আর তাই বাংলাদেশ সরকারের কাছে উক্ত সংগঠন সহ দেশের সব আর্ট সংগঠন ও সংগঠনের বাইরের আর্টিস্টদের পাশে দাঁড়ানোর আহ্বান করছেন তৃণমূল কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন। তাদের দাবী হিসাব নিলে দেখা যাবে প্রত্যেক উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ৪০/৫০ জন আর্টিস্ট পাওয়া যাবে। একটা উপজেলায় এই ৪০/৫০/ জনকে সরকারের সহযোগিতা করা তেমন কষ্টসাধ্য হবে বলে মনে হয় না। তাই প্রত্যেক উপজেলা পর্যায়ে এদের লিস্টে এনে সহযোগিতার হাত বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে উক্ত সংগঠন এবং হবিগঞ্জসহ সারা বাংলাদেশের আর্টিস্টদের পক্ষ থেকে।