দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি :
দেশের এই ক্লান্তি লগ্নে,নবীগঞ্জ বাহুবল এর কান্ডারী হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আলমগীর চৌধুরীর করোনা কালিন সময়ে দাড়িয়েছেন অসংখ্য মানুষের সাহায্যে,বিভিন্ন সময় ভিন্ন রকম সাহায্য সহযোগিতা নিয়ে তার হাত প্রসারিত করেছেন ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি।

জানা যায় এড.চৌধুরীর ভাগ্নে সৈয়দ মোহাম্মদ রশিদ ওরফে মুন্না করোনায় আক্রান্ত হয়ে মারা যান কিছুদিন আগে শোকাহত পরিবার যখন সুখে পাথর,তিনিও ব্যথায় ব্যাতিত ভাগনার অকাল মৃত্যুতে তবুও থেমে থাকেননি এড.আলমগীর চৌধুরী, দলিয়,সামাজিক,রাজনৈতিক,ব্যাক্তি গত,পারাবারিক ভাবে নিজে মাঠে থেকে, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিদের মাধ্যমে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্চেন।আলমগীর চৌধুরী জানান যতক্ষণ পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক না হবে এ সেবা অব্যাহত থাকবে।