দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অপরিসীম-এমপি মিলাদ গাজী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 25 February 2022
আজকের সর্বশেষ সবখবর

দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অপরিসীম-এমপি মিলাদ গাজী

Link Copied!

হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, একটি দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। শ্রমিক ছাড়া দেশ অঁচল। শ্রমিকরা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারী ) বিকেলে নবীগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের আয়োজিত নবীগঞ্জের জে কে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে শ্রমিক কার্ড বিতরণী উদ্ভোধন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

এসময় তিনি বলেন, শ্রমিক ছাড়া আমরা কোনকিছু কল্পনা করতে পারিনা। এই শ্রমিকরাই দেশের চালিকাশক্তি। শ্রমিকরাই তাদের শ্রম দিয়ে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। আর এই শ্রমিক ছাড়া যেকোন দেশের উন্নয়ন সম্ভব নয়।

সকল শ্রমিকদের আমাদের মূল্যায়ন ও ভালবাসা দরকার। বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেলে রুপান্তরিত করতে সবাইকে এক যোগে কাজ করতে হবে।

নবীগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন শেখ দিলাল মিয়ার সভাপতিত্বে নবীগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সদর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সমাজ সেবক ছালিক আহমদ, সাহিদুর রহমান চৌধুরী,শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস।

এসময় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়া ও রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।