দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী চুনারুঘাটের বর্ণ দেব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 20 January 2024
আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী চুনারুঘাটের বর্ণ দেব

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মেধাবী নৃত্য শিল্পী দেশব্যাপী দেশবরেণ্য নৃত্যগুরু নৃত্য প্রতিযোগীতায় স্নেহাশ্রী দেব বর্ণ’র বিজয়ী হয়ে সম্মাননা সনদ অর্জন করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শুক্রবার (১৯জানুয়ারি) রাতে এ পুরষ্কার ও সম্মাননা সনদ বিজয়ীদের হাতে তুলে দেন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা ও নবনির্বাচিত সাংসদ নায়ক ফেরদৌস আহমেদ ও আন্তর্জাতিক চলচিত্র নৃত্য শিল্পী খ্যাতি সম্পন্ন অভিনেতা অঞ্জনা।

শনিবার (১৯ই জানুয়ারি) সকালে চুনারুঘাট সদর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও অভিভাবক মানুষী দেব রুপু তাহার মেয়ে স্নেহাশ্রী দেব বর্ণ’র এ সম্মাননা ও সাফল্যের গল্প দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধিকে জানান। বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের আয়োজনে দেশব্যাপী দেশবরেণ্য বিশিষ্ট নৃত্যগুরু অনলাইন নৃত্য প্রতিযোগীতা ২০২৩ ইংরেজি অংশগ্রহণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশিষ্ট নৃত্যগুরু জিন্নাত জাহান,রুনু বিশ্বাস,শাহজাহান,বাবু রাম সিং,কার্ত্তিক সিনহা,ফিরোজা চৌধুরী নতুন ও ওস্তাদ বজলুর রহমান বাদল স্বরণে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে প্রায় ৩শ শতাধিক নৃত্য শিল্পী অংশগ্রহণ করলে সেরাদের মধ্যে হবিগঞ্জ জেলা থেকে স্নেহাশ্রী দেব বর্ণ বিজয়ী হয়ে এ সম্মাননা ও সনদ অর্জন করেন। তাকে পৃষ্ঠপোষকতা করেন নৃত্যগুরু সাজু।