দেখার কেউ নেই, বিদ্যুতের খুটি ভেঙে ঘটতে পারে যে কোন ধরনের বড় দুর্ঘটনা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 9 August 2020
আজকের সর্বশেষ সবখবর

দেখার কেউ নেই, বিদ্যুতের খুটি ভেঙে ঘটতে পারে যে কোন ধরনের বড় দুর্ঘটনা

অনলাইন এডিটর
August 9, 2020 12:05 am
Link Copied!

ছবি: ভেঙে যাওয়া বিদ্যুতের খুটি

 

জি কে ইউসুফ : শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিদ্যুতের খুটির গোড়ায় ভেঙ্গে আছে প্রায় ২ মাস যাবৎ। কর্তৃপক্ষের অবহেলায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা যায়, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার থানা রোডের রজব আলী মিয়ার চাউলের দোকানের সামনে একটি বিদ্যুতের খুটি গোড়ায় ভেঙ্গে পড়ে আছে প্রায় দুই মাস যাবৎ। এই খুটি থেকে ২০/২৫টি সংযোগ দেওয়া হয়েছে বিভিন্ন বাসাও ব্যবসা প্রতিষ্ঠানে।

পাশেই অবস্থিত হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিস। লাকাবাসীরা বার বার পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার পরও কোন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এতে আতঙ্কে আছে এলাকাবাসীসহ বাজারের ব্যবসায়ীরা যেকোন সময় খুটিটি ভেঙ্গে যেতে পারে, আর তাতেই বিদ্যুতের শর্টের মাধ্যমে আগুন লেগে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এতে প্রানহানির সম্ভাবনাও রয়েছে বলে মনে করেন এলাকাবাসীসহ সচেতনমহল। বিদ্যুতের খুঁটিটি অতি দ্রুত পরিবর্তন করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।