দূর্নীতির সিন্ডিকেট জালালাবাদ গ্যাস অফিস পর্দার আড়ালে চলছে অবৈধ বাণিজ্য - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 14 May 2020
আজকের সর্বশেষ সবখবর

দূর্নীতির সিন্ডিকেট জালালাবাদ গ্যাস অফিস পর্দার আড়ালে চলছে অবৈধ বাণিজ্য

Link Copied!

ফরহাদ আহমেদ আশিক, হবিগঞ্জ ॥ দূর্নীতি আর অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে হবিগঞ্জ জালালাবাদ গ্যাস অফিস। মন চাইলেই অফিসে আসেন আর মন না চাইলে বাসায় থেকেও অফিস করেন অনেকেই। বাড়ছে ভোগান্তি সেবা না পেয়ে হয়রাণ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। তবে এতে কিছুই আসে যায় না তাদের। ইচ্ছেমত অফিস করার পাশাপাশি আভ্যন্তরীন নানা দূর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন টাকা। অভিযোগ রয়েছে অবৈধ সুবিধা লাভের মাধ্যমে কতিপয় গ্রাহকদের বিশেষ সেবাও দিয়ে থাকেন তারা।

সরেজমিনে ওই অফিস এলাকা ঘুরে দেখা যায়, কতিপয় কর্মচারীরা কর্মকর্তাদের যোগসাজসে নিয়ম বহিভূর্তভাবে পুকুড়ে অতিরিক্ত মাছ চাষ, বাহিরের লোক দিয়ে জমি চাষাবাদ, গোপনে গরুর খামার ইত্যাদিও করেন।

জানা যায়, ওই অফিসের দায়িত্বে থাকা জুনিয়র টেকনেশিয়ান তোরাব আলীর নেতৃত্বে গড়ে উঠছে এক শক্তিশালী সিন্ডিকেট চক্রের। অফিস এলাকার সার্বিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকেন তারা। তাদের মতের বাহিরে গিয়ে কোন প্রতিবাদ করলেই দেয়া হয় বদলীর হূমকি। এ সিন্ডিকেটের আড়ালে গড়ে উঠছে গরুর খামার, পুকুড়ে মাছ চাষ, অফিস এলাকায় বড় বড় গাছ গুলোর দেখাশোনার দায়িত্ব। জানা গেছে, মাছ চাষ, গরু পালন ও অফিস এলাকার গাছ বিক্রি করে প্রতি মাসে ২ থেকে ৩ লাখ টাকা আসে। তবে এ টাকার সিংহ ভাগই চলে যায় বড় কর্তাদের পকেটে। বাকী টাকা সবাইকে নিয়ে মিলে-মিশে ভাগ-বাটোয়ারা করে নেন জুনিয়র টেকনেশিয়ান তোরাব আলী।

অভিযোগ রয়েছে, চাষাবাদ করা খামারে খাদ্যের যোগানও হয় অফিস এলাকা থেকেই। গরু মোটাতাজা করে পিকআপ বোঝাই করে বিক্রি করা হয় বাজারে। খামার তৈরিতে দখল করা হয়েছে অফিসের পুরনো ভবনকে। জালালাবাদ অফিসের ভেতরে প্রায় ৩৬ শতাংশ পুকুড়ে চাষ করা হচ্ছে নানান প্রজাতির মাছ। সরকারী নির্দেশের বাহিরে এ মাছ চাষ করে কোন হিসেব না দিয়ে নিজেদের ইচ্ছেমত টাকা ইনকাম করছেন তারা। বর্তমান জুনিয়র টেকনেশিয়ান তোরাব আলীর আগে সিন্ডিকেটের দায়িত্বে ছিলেন আরেক জুনিয়র টেকনেশিয়ান আইয়ুব আলী। কিছুদিন আগে তার বিরুদ্ধে অফিসিয়াল তদন্তে সিন্ডিকেটের প্রমাণ পায় কর্তৃপক্ষ। পরে তাকে নবীগঞ্জ অফিসে বদলী করা হয়। এ ব্যাপারে জালালবাদ গ্যাস অফিস হবিগঞ্জ এর দায়িত্বে থাকা ম্যানেজার মোঃ রবিউল ইসলাম খাঁন জানান, বিষয় গুলো তার জানা নেই। তবে অফিস এরিয়ায় এমন বড় সিন্ডিকেট হচ্ছে এটা কখনো বিশ্বাস যোগ্য নয়। কোন প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত জুনিয়র টেকনেশিয়ান তোরাব আলী জানান, গরু পালন করা হয় ঠিকই। তবে এগুলো তার ব্যক্তিগত। পুকুড়ে মাছ চাষ এবং গাছ গুলো কর্তৃপক্ষের নির্দেশে বিক্রি করা হয়। এগুলো দোষের কিছু নয়।