রায়হান আহমেদ : চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ পুরাতন মহা সড়কের খানা-খন্দ সংস্কার কাজ শুরু করেছে রোডস এন্ড হাইওয়ে।
রোববার(২২আগস্ট) দিনব্যাপী সড়ক দূর্ঘটনা এড়াতে ওই সড়কে সৃষ্ট গর্ত ও ভাঙ্গা রাস্তা ছোট-বড় পাথর এবং বিটুমিন দ্বারা সংস্কার করা হয়। এতে করে একদিকে সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে, অন্যদিকে রাস্তার স্থায়িত্বও বাড়বে।
বিশেষ করে চুনারুঘাট উত্তর বাজারের হাজী মাহমুদ হোসাইন জামেয়া ইসলামিয়া কিন্ডারগার্টেনের সামনে খানা-খন্দে ভরা ছিল। সামান্য বৃষ্টি হলেই ওই স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার কারণে কিন্ডারগার্টেনের সামনের রাস্তায় কিছুদিন পরপরই খানা-খন্দে ভরে যায়। এই নিয়ে কিছুদিন পূর্বে দৈনিক আমার হবিগঞ্জ এ সংবাদও প্রকাশিত হয়।
হবিগঞ্জ রোডস এন্ড হাইওয়ের নব যোগদানকৃত প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, রাস্তাকে দীর্ঘস্থায়ী করতে ও দূর্ঘটনা প্রতিরোধে সড়ক বিভাগের নিয়মিত কাজ হিসেবে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ মহা সড়কের ভাঙ্গা জায়গাগুলো মেরামত করা হচ্ছে। আমাদের এ সংস্থার কার্যক্রম অব্যাহত থাকবে।