নাছির উদ্দীন জিহান : শাহজালাল র. সুন্নীয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে বাহুবল উপজেলার শাহজালাল র. সুন্নীয়া দাখিল মাদরাসার একাডেমিক ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।
অনুসন্ধানে জানা যায়, ওই মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন নির্মাণের জন্য টিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রাঃ) লিমিটেড ৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে কাজটির দায়িত্ব পান ২০১৯ সালের ২৩ জুলাই। বর্তমানে ৩ তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছে। ছাদ ঢালাইয়ে নিম্ন মানের কংক্রিট ব্যবহার করলে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল আহাদ তালুকদার সহ এলাকাবাসী উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেন।
অবহিত হয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিম্ন মানের কংক্রিট পরিবর্তন করে ভালো মানের কংক্রিট দিয়ে ঢালাই কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামিলীগ নেতা ও সাবেক সাতকাপন ইউপি চেয়ারম্যান শাহ আহমেদ আওলাদ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আহাদ তালুকদার, টিকাদার মোহাম্মদ শওকত মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মামুন আহমেদ, মামুন তালুকদার সহ প্রমুখ।
আব্দুল আহাদ তালুকদারের সাথে ফোনে কথা বললে তিনি বলেন, ভবন নির্মাণে নিম্ন মানের কংক্রিট ব্যবহার করলে এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ বন্ধ করে দেই। এ ব্যাপারে নিযুক্ত ঠিকাদার শওকত মিয়ার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আব্দুল আহাদ আমার কাছে টাকা পয়সা দাবী করলে আমি না দেওয়াতে সে কাজ বন্ধ করে দেয়।