দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 24 September 2022

দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জ আল হেলাল কমিউনিটি সেন্টার এ সভা অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ অফিসার ইনচার্জ মো: ডালিম আহমদ সভাপতিত্বেও এস আই স্বপন চন্দ্র সরকার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , চেয়ারম্যান সমিতির সভাপতি এমদাদুল হক মকুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নবীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি রঙ্গলাল রায়, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারাণয় রায়, নবীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিমলেন্দু দাশ রানা, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল চন্দ্র দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, পৌর কাউন্সিলর যুব রাজ গোপ,ফজল আহমদ চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সামন্ত দাশ নন্টি,নবীগঞ্জ মেডল প্রেসক্লাবের সাধারন সম্পাদক, পূজা উদযাপন পরিষদ ৬নং কুর্শি ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক অঞ্জন রায়, অবসরপাপ্ত সমাজ সেবা কর্মকর্তা সরজিৎ কুমার পাল । এ সময় আরো বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক অপারেশন, মো আ: কাইয়ুম,পুলিশ পরিদর্শক ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: কাউসার আহমদ,গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্র মো: সামস উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, আবু সাঈদ, জাহাঈীর আলম। আরো বক্তব্য রাখেন ,বিপ্লব দাশ,গৌরাঙ্গ লাল,পিকলু চৌধুরী, ইন্দ্রজিৎ সিংহ,মিন্টু পুরকায়স্থ, লিটন দেব,শীকান্ত রবিদাশ,নৃপেশ সূত্র ধর,পংকজ সেন,মানিক লাল প্রমূখ।

মো: ডালিম আহমদ বলেন, পূজামণ্ডপের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করে পর্যবেক্ষণ করে স্থানীয় সাম্প্রদায়িকক সম্প্রীতি কমিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্বিঘ্ন পূজা উদযাপনের জন্য নবীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে আহবান জানানো হয়। আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের থানা প্রশাসন সর্বদা কাজ করবে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়