আজমিরীগঞ্জে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ শ্মশানের সমাধি থেকে তুলে নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনার চার দিন পার হলেও নেয়া হয়নি কোন আইনী ব্যবস্থা। এমন অমানবিক কর্মকান্ডে ক্ষোভে ফুঁসে উঠেছে সচেতন মহল। সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে প্রতিবাদের ঝড়। কেউ কেউ বলছেন ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
এদিকে, বিষয়টি নিয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন আজমিরীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক এবং আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ।
জানতে চাইলে এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলে ভৌমিক দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, ‘এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও ভুক্তভোগী পরিবারের প্রয়োজনে যেকোন ধরনের সহযোগীতা প্রদান করা হবে। আজমিরীগঞ্জ থানার ওসি জানান, ভুক্তভোগী পরিবার থেকে কোন ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
সুত্র জানায়, স্থানীয় প্রভাবশালী রতিকান্ত সরকার, শিয়ান তালুকদার, মুকুন্দ তালুকদার, জয়চরণ তালুকদার, দিপেশ সরকার, ভীম সরকার, জগৎ দাস, উপেন্দ্র তালুকদার, নরেশ দাস, উপেন্দ্র দাস, নরেশ দাস, গৌরহরি সরকার, শ্যামলাল দাস, রামেশ্বর দাস, জহরলাল দাস, রঞ্জিত সরকার, অনুণ কুমার তালুকদার, সুবোধ লাল দাস, অসিত দাস, জ্যোতিলাল দাস, কাজল দাসসহ আরও কয়েকজনের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ওই এলাকা। জুয়া, মাদকদ্রব্য ইত্যাদিত নিয়ন্ত্রণ করেন তারা। মূলতঃ এরাই মেরে ফেলার ভয় দেখিয়ে সাংবাদিক, পুলিশ-প্রশাসনের কাছে তথ্য দিতে নিষেধ করেছে ভুক্তভোগী পরিবারদ্বয়কে।
উল্লেখ্য, শনিবার উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের মাহমুদপুর গ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় প্রলয় দাস ও সূর্র্র্য দাস নামে দুই শিশুর। ওই দিন বিকাল ৩টায় প্রলয় দাসের মরদেহ উদ্ধারের পর মাটি চাপা দেওয়া হয়। পরে স্থানীয় গ্রামের পঞ্চায়েত কমিটির তোপের মুখে প্রলয় দাসের লাশ মাটি থেকে তুলে রাতে বস্তায় ভরে নদীতে ফেলতে বাধ্য হন তার বাবা গোবিন্দ দাস। একই সাথে রুবেল দাসের ছেলে সুর্য দাসের লাশও নদীতে ফেলা হয়।
মাটি চাপা দেওয়া নিজ ছেলের লাশ না তুলতে পঞ্চায়েত নেতৃবৃন্দের পায়ে পড়ে কান্না করেও মন গলাতে পারেনি মৃত শিশুর বাবা গোবিন্দ দাস। গোবিন্দ দাস জানান, গত শনিবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে আমার ছেলে প্রলয় ও আমার প্রতিবেশী রুবেল দাসের ছেলে সুর্য দাস পানিতে ডুবে মারা যায়। বিকালে লাশ উদ্ধারের পর আমার ছেলেকে পাহাড়পুর মহাশ্মশানের দেয়াল সংলগ্ন মাটিতে সমাধি দিই। কিন্তু গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক দিপেশ দাস ও কোষাধ্যক্ষ অসিত সরকারসহ গ্রামের মুরব্বিরা আমাকে ডেকে লাশ তুলে নদীতে ভাসিয়ে দিতে বলেন।
আমি লাশ না তোলার জন্য গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ উপস্থিত সবার হাতে-পায়ে ধরে কান্নাকাটি করলেও তারা আমার কথা শুনেননি। অবশেষে পঞ্চায়েত কমিটির চাপে বাধ্য হয়ে সন্ধ্যায় আমি ছেলের লাশ তুলে নদীতে ভাসিয়ে দেই।