৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন শেষ হয়েছে গেল বুধবার। বিধি অনুযায়ী নির্বাচনে যারা মোট প্রদত্ত ভোটের আট ভাগের চেয়ে কম ভোট পেয়েছেন সেসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। দুই উপজেলায় ১২ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এই নির্বাচনে আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন করে মোট ৪ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
বনিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মোট ৮জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান (আনারস)। তিনি পেয়েছেন ৫ হাজার ৬শ ৮ ভোট।
অন্যদিকে মো: রেজাউল করিম (মোটরসাইকেল) পেয়েছেন ২ হাজার ৯৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন হারুনুর রশীদ (মাইক)। তিনি পেয়েছেন ৩ হাজার ৮শ ৪১ ভোট। অন্যদিকে হীরেন্দ্র পুরকায়স্থ (বই) পেয়েছেন ২ হাজার ২শ ১৯ ভোট।
বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুফ আমীন (উড়োজাহাজ)। তিনি পেয়েছেন ৬ হাজার ৪শ ২০ ভোট। আরশাদ হোসেন খান (পালকি) পেয়েছেন ৪ হাজার ৭শ ৪৪ ভোট। এস এম সুরুজ আলী (মাইক) পেয়েছেন ১০ হাজার ১শ ৩৬ ভোট। মুফতি তাফাজ্জুল হক (বই) পেয়েছেন ৬ হাজার ২শ ৩৫ ভোট। প্রিয়তোষ রঞ্জন দেব (বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ৪ হাজার ৭শ ৯৯ ভোট। সৈয়দ নাসিরুল ইমাম (টিয়া পাখি) পেয়েছেন ৫ হাজার ৮শ ১ ভোট। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তিনি হলেন শিউলি রানী দাস (কলস)। ভোট পেয়েছেন ৩ হাজার ৮শ ৪২ ভোট।